2019 সালে Galaxy A সিরিজ লঞ্চ করেছে Samsung। এই সিরিজ ভারতে কোম্পানিকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে। ইতিমধ্যেই ভারতে Galaxy A সিরিজে চারটি স্মার্টফোন লঞ্চ করেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। 2020 সালে এই সিরিজে একের পর এক স্মার্টফোন লঞ্চ করবে Samsung। আগামী বছর Galaxy A সিরিজের আতটি স্মার্টফোন লঞ্চ হতে পারে। এর মধ্যে Galaxy A91 ফোনে 108 মেগাপিক্সেল ক্যামেরা থাকতে পারে।
সম্প্রতি ট্যুইটারে এক ব্যাক্তি জানিয়েছেন 2020 সালে Galaxy A সিরিজের আটটি ফোন লঞ্চ হতে পারে। এই ফোনগুলি হল Galaxy A21, Galaxy A31, Galaxy A41, Galaxy A51, Galaxy A61, Galaxy A71, Galaxy A81 আর Galaxy A91। জুলাই মাসে এক রিপোর্টে এই ফোনগুলির নাম প্রকাশিত হয়েছিল। এই ফোনগুলিতে কোন ক্যামেরা ব্যবহার হতে জানা গেল।
Galaxy A21 ফোনের পিছনে থাকতে পারে একটি 13 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা। এই ফোনে 13 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ছাড়াও 8 মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা আর 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর থাকতে পারে। Galaxy A31 ফোনে থাকবে 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। এই ফোনের পিছনেও থাকবে ট্রিপল ক্যামেরা। Galaxy A41 ফোনের পিছনের ক্যামেরায় থাকবে 24 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকবে 8 মেগাপিক্সেল ওতাইড ক্যামেরা আর 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর।
Galaxy A51 ফোনের পিছনে থাকবে চারটি ক্যামেরা। এই ফোনের রিয়ার ক্যামেরায় থাকতে পারে 32 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকবে 12 মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা, 12 মেগাপিক্সেল 2X জুম ক্যামেরা আর 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর।
Galaxy A61 ফোনে থাকবে 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। এই ফোনের পিছনেও থাকবে ভারটি ক্যামেরা।
Galaxy A81 ফোনে থাকছে 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। এই ফোনের কোয়াড ক্যামেরায় থাকছে একটি 12 মেগাপিক্সেল টেলিফটো লেন্স, একটি 16 মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা।
Galaxy A91 ফোনে থাকবে একটি 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকবে 16 মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা। থাকবে একটি 12 মেগাপিক্সেল 5X অপ্টিকাল জুম ক্যামেরা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন