শীঘ্রই লঞ্চ হবে Samsung Galaxy A21s। অনেকদিন ধরেই এই ফোন সম্পর্কে ইন্টারনেটে বিভিন্ন তথ্য সামনে আসছে। এবার সোশ্যাল মিডিয়ায় এই ফোনের প্রায় সব ফিচার ফাঁস করে দিলেন সুধাংশু আমভোরে। নিয়মিত বিভিন্ন স্মার্টফোনের স্পেসিফিকেশন নির্ভুলভাবে লঞ্চের আগেই জানিয়ে দেওয়ার জন্য টেক দুনিয়ায় জনপ্রিয় এই ব্যক্তি।
টুইটারে সুধাংশু জানিয়েছেন, Galaxy A21s-এ 6.55 ইঞ্চি HD+ ডিসপ্লে রয়েছে। এই ফোনের পিছনে থাকবে তিনিটি ক্যামেরা। এই ক্যামেরায় 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সঙ্গেই থাকছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সেলফি তোলা জন্য থাকছে 13 মেগাপিক্সেল ক্যামেরা। এই ফোনে হোল-পাঞ্চ ডিসপ্লে ব্যবহার করেছে Samsung।
সাধ্যের মধ্যেই 5G ফোন! 120Hz ডিসপ্লে সহ লঞ্চ হল Realme X50m 5G
Samsung Galaxy A21s-
— Sudhanshu Ambhore (@Sudhanshu1414) April 25, 2020
6.55" IPS, HD+, 720 x 1600
48MP + 8MP + 2MP
13MP
3GB + 64GB
microSD slot
5000mAh
FS scanner, Micro USB, NFC, Dual SIM, 3.5mm jack, BT 5.0
Black, Blue & White
Note- This info is from a relatively new source, so it's better to take it with a pinch of salt????
তিনি আরও বলেন এই ফোনে 5,000 mAh ব্যাটারি থাকবে। 3GB RAM + 64GB স্টোরেজে পাওয়া যাবে Galaxy A21s। কয়েক সপ্তাহ আগে এক রিপোর্টে জানা গিয়েছিল Exynos 850 চিপসেট সহ লঞ্চ হবে Samsung Galaxy A21s।
Galaxy A21sথাকবে এফএম রেডিও, মাইক্রো ইউএসবি, ডুয়াল সিম, 3.5 মিমি অডিও জ্যাক ও Bluetooth 5.0। সাদা, কালো ও নীল রঙে এই ফোন পাওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন