বুধবার Galaxy A সিরিজের একাধিক স্মার্টফোন লঞ্চ করবে Samsung। ব্যাঙ্কক, মিলান ও সাও পাওলোতে এই ইভেন্টগুলি অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই ভারতে এসেছে Galaxy A সিরিজের চারটি নতুন স্মার্টফোন। এই ফোনগুলি হল Galaxy A10, Galaxy A20, Galaxy A30 আর Galaxy A50। ইতিমধ্যেই কয়েকটি দেশে লঞ্চ হয়েছে Galaxy A40 আর Galaxy A70। বুধবার এই ফোনগুলি বিশ্ব বাজারে লঞ্চ হতে পারে। এছাড়াও আজ লঞ্চ হতে পারে সম্প্রতি সামনে আসা Galaxy A90। তবে নতুন রিপোর্টে জানা যাচ্ছে Galaxy A90 এর পরিবর্তে Galaxy A80 নামে বাজারে আসবে এই স্মার্টফোন।
মঙ্গলবার ব্যাঙ্কক, মিলান ও সাও পাওলোতে একসাথে তিনটি ইভেন্টে লঞ্চ হবে Galaxy A সিরিজের নতুন স্মার্টফোনগুলি। Samsung অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই ইভেন্ট সরাসরি সম্প্রচারির হবে। ভারতীয় সময় সন্ধ্যা 5 টা 30 মিনিতে এই লঞ্চ ইভেন্ট শুরু হবে। ব্যাঙ্গকে এই লঞ্চ ইভেন্টে উপস্থিত থাকবে Gadgets 360।
Samsung Galaxy A40 ফোনে Android 9 Pie আপয়ারেটিং সিস্টেমের উপরে কোম্পানির নিজস্ব OneUI স্কিন চলবে। এই ফোনে থাকবে একটি 5.9 FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকবে একটি ছোট নচ। থাকছে 4GB RAM আর Exynos 7885 চিপসেট।
Samsung Galaxy A40 ফোনে থাকছে একটি 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে একটি 25 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য এই ফোনে থাকছে 4G LTE, Wi-Fi, Bluetooth v4.2, GPS/ A-GPS, NFC, USB Type-C আর 3.5 মিমি হেডফোন জ্যাক। Galaxy A40 ফোনে একটি 3,100 mAh ব্যাটারি ব্যবহার করেছে Samsung।
ডুয়াল সিম Galaxy A70 ফোনে লেটেস্ট Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব OneUI স্কিন। ফোনে থাকছে একটি 6.7 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে একটি অক্টা-কোর প্রসেসার, 8GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।
Samsung Galaxy A70 ফোনে থাকছে একটি 32মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে একটি 8মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি 5মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য Galaxy A70 ফোনে থাকছে একটি 32মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
Galaxy A70 ফোনের ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। ফোনের ভিতরে থাকছে একটি 4,500 mAh ব্যাটারি আর 25W ফাস্ট চার্জিং।
Galaxy A80 ফোনে থাকছে Qualcomm Snapdragon 7150 চিপসেট। এর সাথেই থাকছে 6.7 ইঞ্চি OLED ডিসপ্লে। থাকছে 25W ফাস্ট চার্জিং সাপোর্ট।
Galaxy A80 ফোনের প্রাইমারি ক্যামেরায় থাকবে 48 মেগাপিক্সেল সেন্সার। সাথে থাকবে একটি 8 মেগাপিক্সেল ToF ক্যামেরা। 6.7 ইঞ্চি OLED ডিসপ্লে তে থাকবে FHD+ রেসোলিউশন।
Samsung Galaxy A80 ফোনের ভিতরে থাকবে একটি 3,700 mAh ব্যাটারি। এর সাথেই 25W ফাস্ট চার্জ সাপোর্ট থাকছে। ডিসপ্লে নীচে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন