কোম্পানির প্রথম ফোল্ডেবেল স্মার্টফোন লঞ্চ করল Samsung। নতুন এই ফোনের নাম Galaxy Fold। গত বছর নভেম্বরে প্রথম এই ফোনে স্টেজে দেখিয়েছিল দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। এই ফোনে থাকছে দুটি ডিসপ্লে। বাইরে থাকছে একটি 4.6 ইঞ্চি AMOLED ডিসপ্লে। আর ফোনের ভিতরে থাকছে একটি 7.3 ইঞ্চি ফ্লেক্সিবেল AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লেটি ভাঁজ করা যাবে। 2019 সালের এপ্রিল মাসে বিক্রি শুরু হবে এই ডিভাইস। তবে ভারতে কবে এই স্মার্টফোন লঞ্চ হবে, জানায়নি Samsung।
Galaxy Fold ডিভাইসে একটি সম্পূর্ণ নতুন প্রযুক্তির ইনফিনিটি ফ্লেক্স ডিসপ্লে ব্যবহার করেছে Samsung। ভাঁজ করে সহজেই পকেটে রাখা যাবে Galaxy Fold। ফোনের মধ্যে একটি শক্তপোক্ত কব্জা ব্যবহার হয়েছে। সেখান থেকেই ভাঁজ হবে এই ডিভাইস।
26 এপ্রিল থেকে নির্বাচিত কিছু দেশে বিক্রি শুরু হবে Samsung Galaxy Fold। 1980 মার্কিন ডলার (প্রায় 1,41,300 টাকা) দামে পাওয়া যাবে এই ফোন। ভারটি আলাদা রঙে পাওয়া যাবে Galaxy Fold।
Samsung Galaxy Fold ফানে থাকছে Snapdragon 855 চিপসেট। এই ফোনের ভিতরে একটি 7.3 ইঞ্চি ফোল্ডেবেল ডিসপ্লে থাকছে। ফোনের বাইরে থাকছে একটি 4.6 ইঞ্চি Super AMOLED ডিসপ্লে। থাকছে 12GB RAM আর 512GB স্টোরেজ। থাকছে দুটি আলাদা ব্যাটারি। মোট 4,380 mAh ব্যাটারি থাকছে এই ফোনে।
ছবি তোলার জন্য Samsung Galaxy Fold ফোনে থাকছে মোট 6 টি ক্যামেরা। ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা। সেখানে থাকছে একটি 16 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা, একটি 12 মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা আর একটি 12 মেগাপিক্সেল টেলিফটো লেন্স। থাকছে ডুয়াল পিক্সেল প্রযুক্তি আর অপ্টিকাল ইমেজ স্টেবিলাইজেশান। ফোনের ভিতরে থাকছে একটি 10 মেগাপিক্সেল + 8 মেগাপিক্সেল ডুয়াল সেলফি ক্যামেরা। বাইরের ডিসপ্লের উপরে থাকছে একটি 10 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন