Galaxy M সিরিজে আপডেট আনতে চলেছে Samsung। ইতিমধ্যেই Samsung Galaxy M11 আর Galaxy M31 তৈরির কাজ শুরু করেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। চলতি সপ্তাহে Galaxy A51 আর Galaxy A71 লঞ্চ করে Galaxy A সিরিজে বড় আপডেট এনেছে Samsung। এবার লঞ্চ হতে চলেছে Samsung Galaxy M11 আর Galaxy M31। এখনও নতুন দুই ফোনের ডিজাইন সম্পর্কে কোন তথ্য সামনে আসেনি। 2020 সালে Galaxy M সিরিজের আপডেটের ফোনগুলি লঞ্চ হতে পারে।
SamMobile ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে এখনও ডিজাইনের প্রাথমিক স্তরে রয়েছে Samsung Galaxy M11 আর Galaxy M31। রিপোর্টে জানানো হয়েছে Galaxy M11 ফোনে থাকতে পারে 32GB স্টোরেজ। Galaxy M31 ফোনে থাকতে পারে 64GB স্টোরেজ।
এই দুই ফোন ছাড়াও 2020 সালে Galaxy M সিরিজে লঞ্চ হতে পারে Galaxy M21 আর Galaxy M41। Galaxy M21 ফোনে থাকতে পারে একটি Exynos 9609 চিপসেট আর 4GB RAM। এই ফোনের ডুয়াল রিয়ার ক্যামেরায় থাকতে পারে 24 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকতে পারে 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর।
Galaxy M31 ফোনে ব্যবহার হতে পারে একটি Qualcomm Snapdragon 665 চিপসেট। সাথে থাকতে পারে 6GB RAM। Galaxy M31 ফোনের পিছনে ট্রিপল ক্যামেরায় থাকতে পারে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকতে পারে একটি 12 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। Galaxy M41 ফোনের ট্রিপল ক্যামেরায় থাকতে পারে একটি 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকতে পারে একটি 12 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন