সম্প্রতি ভারতে Galaxy M সিরিজের তিনটি নতুন স্মার্টফোন লঞ্চ হয়েছে। Galaxy M10, Galaxy M20 আর Galaxy M30 এর হাত ধরে লঞ্চ হয়েছে অনলাইন এক্সক্লিউসিভ Galaxy M সিরিজ। এবার এই সিরিজের চতুর্থ স্মার্টফোন লঞ্চের তোড়জোড় শুরু করেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। সম্প্রতি সামনে এসেছে Galaxy M40 ফোনের স্পেসিফিকেশন। SM-M405F মডেল নম্বরে এই ফোন দেখা গিয়েছে। Galaxy M40 ফোনে Android Pie অপারেটিং সিস্টেম চলবে।
Android Pie অপারেটিং সিস্টেম ছাড়াও Galaxy M40 ফোনে থাকছে 128GB স্টোরেজ। তবে 128GB ছাড়াও অন্য স্টোরেজ ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে কী না জানা যায়নি।
Galaxy M40 ফোনে থাকবে 5,000 mAh ব্যাটারি। এছাড়াও থাকছে একটি AMOLED ডিসপ্লে আর ট্রিপল রিয়ার ক্যামেরা। Galaxy M30 ফোনেও এই ফিচারগুলি দেখা গিয়েছিল।
জানুয়ারি মাসে Galaxy M10, Galaxy M20 আর Galaxy M30 এর হাত ধরে ভারতে Galaxy M সিরিজের আগমন হয়েছিল। এর মধ্যে Galaxy M30 ফোনে রয়েছে AMOLED ডিসপ্লে, ট্রিপল রিয়ার ক্যামেরা আর 5,000 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন