Galaxy M সিরিজে নতুন স্মার্তটফোন লঞ্চ করলে চলেছে Samsung। শিঘ্রই লঞ্চ হবে Samsung Galaxy M40। ইতিমধ্যেই একটি সার্টিফিকেশন ওয়েবসাইটে এই ফোন দেখা গিয়েছে। সেখানে Samsung Galaxy M40 ফোনে ডুয়াল সিম আর Android Pie অপারেটিং সিস্টেমের কথা উল্লেখ করা হয়েছে।
GSMArena ওয়েবসাইটে প্রথম এই খবর সামনে আসে। সার্টিফিকেশন ওয়েবসাইটে SM-M405F/DS মডেল নম্বরে দেখা গিয়েছে Samsung Galaxy M40। এই ফোনে থাকবে 2.4GHz ও 5GHz ডুয়াল ব্যান্ড Wi-Fi।
Super AMOLED ডিসপ্লে সহ লঞ্চ হতে পারে Samsung Galaxy M40। এই সিরিজের টপ মডেল Galaxy M30 ফোনেও Super AMOLED ডিসপ্লে ব্যবহার করেছিল Samsung। তবে Galaxy M10 আর Galaxy M20 ফোনে ব্যবহার হয়েছিল LCD ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে কোম্পানির Exynos চিপসেট। Galaxy M সিরিজের অন্যান্য ফোনের মতোই Samsung Galaxy M40 ফোনে থাকতে পারে বিশাল ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন