বহুদিন ধরে টিজার দেখানোর পরে অবশেষে Galaxy On6 ফোনটি লঞ্চ করল Samsung। Galaxy On সিরিজের লেটেস্ট ফোন Samsung Galaxy On6 এ রয়েছে কোম্পানির ইনফিনিটি ডিসপ্লে। এই ফোনের ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18.5:9। এছাড়াও Galaxy On6 এ সেলফি ক্যামেরার সাথে একটি LED ফ্ল্যাশ রয়েছে। Redmi Note 5 Pro বা Realme 1 এর টপ ভেরিয়েন্টের সাথে বাজারে দারুন পাল্লা দেবে Samsung এর নতুন এই ফোন।
ভারতে Samsung Galaxy On6 এর দাম 14,490 টাকা। শুধুমাত্র ফ্লিপকার্ট থেকেই এই ফোন কিনতে পাওয়া যাবে। আগামী 5 জুলাই থেকে Galaxy On6 এর বিক্রি শুরু হবে। একাধিক আকর্ষনীয় লঞ্চ অফার সহ লঞ্চ হয়েছে নতুন Galaxy On6। এর মধ্যেই রয়েছে মাত্র 49 টাকায় সম্পূর্ণ মোবাইল প্রোটেকশান, ও মাত্র 1610 টাকা থেকে নো কস্ট EMI এর সুবিধা। এছাড়াও 198 ও 299 টাকা রিচার্জে জিও গ্রাহকরা এই ফোনের সাথে 2,750 টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন। এছাড়াও 198 টাকা বা তার বেশি রিচার্জে ডবল ডাটা বেনিফিট পাবেন জিও গ্রাহকরা।
ডুয়াল সিম Samsung Galaxy On6 এ রয়েছে Android 8.0 অপারেটিংস সিস্টেম। Galaxy On6 এ থাকছে একটি 5.6 ইঞ্চি HD+ Super AMOLED 18.5:9 অয়াসপেক্ট রেশিওর ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে একটি অক্টাকোর Exynos 7870 চিপসেট আর Mali T830 GPU। এর সাথেই থাকছে 4GB RAM আর 32GB স্টোরেজ।
Galaxy On6 এ থাকছে একটি 13MP রিয়ার ক্যামেরা। এর সাথেই Galaxy On6 এ থাকবে একটি 8MP সেলফি ক্যামেরা। দুটি ক্যামেরার সাথেই একটি করে LED ফ্ল্যাশ থাকবে। এই ফোনের ফ্রন্ট ক্যামেরা দিয়ে ফেস আনলক ফিচার কাজ করবে।
কানেক্টিভিটির জন্য Samsung Galaxy On6 এ থাকছে 4G VoLTE, Wi-Fi, Bluetooth v4.2, GPS/ A-GPS, Micro-USB আর একটি 3.5মিমি হেডফোন জ্যাক। এছাড়াও Samsung Galaxy On6 এ থাকবে একটি 3000 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন