অনেকদিন ধরেই অল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সার নিয়ে কাজ করছে Samsung। কোম্পানির পরবর্তী ফ্ল্যাগশিপ Galaxy S10 এ ব্যবহার হবে এই বায়োমেট্রিক অথেন্টিকেশান। আর এই কারনেই Galaxy S10 থেকে আইরিস স্ক্যানার বাদ দেবে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। এখন বাজারে থাকা যে কোন ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের থেকে অনেক বেশি সুরক্ষিত দ্রুতগতির আল্ট্রাসনিক সিঙ্গারপ্রিন্ট সেন্সার। আগামী বছর এক দশক পূরন করবে ‘Galaxy S' সিরিজ। সেই উপলক্ষ্যে Galaxy S10 ফোনে একাধিক গুরুত্বপূর্ণ ফিচার যোগ করছে Samsung।
ডিসপ্লের নীচে থাকা এই আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ব্যবহারের জন্যই Galaxy S10 ফোনে কোন আইরিস স্ক্যানার থাকবে না। এখন বাজারে বিক্রি হওয়া যে কোন স্মার্টফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের থেকে দ্রুত কাজ করবে নতুন এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। স্ক্রিনের 30 শতাংশ জায়গা জুড়ে থাকবে Qualcomm এর তৃতীয় জেনারেশানের আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।
Galaxy S10 থেকে আইরিস স্ক্যানার বাদ যাওয়ার কারনে এই ফোনের প্রধান বায়োমেট্রিক অথেন্টিকেশান হিসাবে থাকবে ডিসপ্লের নীচে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আগে একাধিক রিপোর্ট থেকে জানা গিয়েছে তিনটি আলাদা ভেরিয়েন্টে পাওয়া যাবে আগামী বছরের Samsung ফ্ল্যাগশিপ। এর মধ্যে একটি ভেরিয়েন্টে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকতে পারে। এছাড়াও Galaxy S10 ফোনে থাকতে পারে 5G কানেক্টিভিটি। 5.8 ইঞ্চি আর 6.44 ইঞ্চি ডিসপ্লে সাইজে পাওয়া যাবে এই ফোন। নতুন Galaxy S10 ফোনে স্ক্রিন টু বডি রেশিও 93.4 শতাংশ।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন