ভারতে Samsung Galaxy M30 আর Galaxy M20 ফোনের দাম কমলো। Amazon.in থেকে ইতিমধ্যেই নতুন দামে বিক্রি শুরু হয়েছে এই দুই স্মার্টফোন। এছাড়াও পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জে অতিরিক্ত ছাড় পাওয়া যাচ্ছে। জানুয়ারি মাসে Galaxy M10 এর সাথে ভারতে লঞ্চ হয়েছিল Galaxy M20। পরে ফেব্রুয়ারি মাসে লঞ্চ হয়েছিল Galaxy M30। লঞ্চের সময় এই দুই ফোনে Android Oreo অপারেটিং সিস্টেমের উপরে Experience 9.5 UX স্কিন চললেও ইতিমধ্যেই এই দুই ফোনে Android Pie আপডেট পৌঁছেছে। এর উপরেই চলছে নতুন OneUI স্কিন।
Amazon.in থেকে 4GB RAM + 64GB স্টোরেজে Samsung Galaxy M30 কিনতে 13,990 টাকা খরচ হবে। 6GB RAM + 128GB স্টোরেজে এই ফোন কিনতে খরচ হবে 16,990 টাকা। অন্যদিকে 3GB RAM + 32GB স্টোরেজে Galaxy M20 কিনতে 9,990 টাকা খরচ হবে। 4GB RAM + 64GB স্টোরেজে এই ফোনের দাম কমে হয়েছে 11,990 টাকা।
Galaxy M30 তে থাকছে একটি 6.4 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি অক্টা কোর Samsung Exynos 7904 চিপসেট। সাথে থাকবে 6 GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।
Galaxy M30 ফোনের পিছনেও থাকছে ট্রিপল ক্যামেরা সেট আপ। এই ক্যামেরার প্রাইমারি সেন্সার 13 মেগাপিক্সেল। সাথে থাকছে 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার আর একটি ৫ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। । ফোনের সামনে রয়েছে একটি 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম চলবে এই ফোনে। Galaxy M30 ফোনের ভিতরে থাকছে একটি 5,000 mAh ব্যাটারি। থাকছে USB Type-C কানেক্টিভিটি আর ফাস্ট চার্জিং।
Galaxy M20 তে থাকছে একটি 6.3 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি অক্টা কোর Samsung Exynos 7904 চিপসেট। সাথে থাকবে 2GB / 3GB RAM আর 32GB/64GB স্টোরেজ।
Galaxy M20 ফোনের পিছনেও থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ। এই ক্যামেরার প্রাইমারি সেন্সার 13MP। সাথে থাকছে 5MP ডেপ্ত সেন্সার। ফোনের সামনে রয়েছে একটি 8MP সেলফি ক্যামেরা।
Galaxy M20 ফোনের ভিতরে থাকছে একটি 5,000 mAh ব্যাটারি। থাকছে USB Type-C কানেক্টিভিটি আর ফাস্ট চার্জিং।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন