নতুন বছরে ভারতের তরুন প্রজম্নের কথা মাথায় Galaxy M সিরিজের তিনটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে Samsung। এর মধ্যে সবথেকে বেশি দামে লঞ্চ হয়েছে Samsung Galaxy M30। দামে Redmi Note 7 Pro এর মতো হেভিওয়েট ফোনের সাথে প্রতিযোগিতার সম্মুখীন হবে Galaxy M30। আধুনিক ডিসপ্লে ও ভালো স্পেসিফিকেশান ব্যবহার করে মিডরেঞ্জ সেগমেন্টে ঝড় তুলতে পারবে এই ফোন? পড়ুন Samsung Galaxy M30 রিভিউ।
Galaxy M10 ও Galaxy M20 ফোনের মতোই Galaxy M30 ফোনের ডিসপ্লের উপরেও থাকছে ছোট্ট নচ। তবে এই সিরিজের অন্য দুটি ফোনে LCD ডিসপ্লে ব্যবহার হলেও Galaxy M30 ফোনে থাকছে Super AMOLED ডিসপ্লে।
Galaxy M30 ফোনের পিছনে থাকছে গ্রেডিয়েন্ট ফিনিশ। আমরা একটি নীল রঙের Galaxy M30 ডিভাইস রিভিউ করেছি। ফোনের পাশে কার্ভড ডিজাইন ব্যবহারের জন্য এই ফোন সহজেই এক হাতে ব্যবহার করা যাবে।
ফোনের ডান দিকে থাকছে পাওয়ার ও ভলিউম বাটন। পাওয়ার বাটনে সহজে আঙুল পৌঁছালেও ভিলিউম বাটনে হাত পৌঁছাতে একটু সমস্যা হয়েছে। ফোনের বাঁ দিকে সিম স্লটে একসাথে দুটি সিম কার্ড ও একটি মাইক্রো-এসডি কার্ড ব্যবহার করা যাবে।
ফোনের উপরে রয়েছে 3.5 মিমি হেডফোন জ্যাক। নীচে রয়েছে USB Type-C পোর্ট আর স্পিকার গ্রিল। ফোনের পিছনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর ট্রিপল রিয়ার ক্যামেরা। ক্যামেরার নীচে রয়েছে LED ফ্ল্যাশ। 172 গ্রাম ওজনের Galaxy M30 ফোনের ভিতরে রয়েছে একটি 5,000 mAh ব্যাটারি। থাকছে 15W ফাস্ট চার্জিং।
Samsung Galaxy M30 ফোনে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম চলবে। Galaxy M30 তে থাকছে একটি 6.4 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি অক্টা কোর Samsung Exynos 7904 চিপসেট। সাথে থাকবে 4GB/6GB RAM আর 64GB/128GB স্টোরেজ।
Galaxy M30 ফোনের পিছনে থাকছে ট্রিপল ক্যামেরা সেট আপ। এই ক্যামেরার প্রাইমারি সেন্সার 13MP। সাথে থাকছে 5MP সেকেন্ডারি সেন্সার আর 5MP ডেপ্ত সেন্সার। ফোনের সামনে রয়েছে একটি 16MP সেলফি ক্যামেরা।
Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম চলবে এই ফোনে। Galaxy M30 ফোনের ভিতরে থাকছে একটি 5,000 mAh ব্যাটারি। থাকছে USB Type-C কানেক্টিভিটি আর ফাস্ট চার্জিং।
Galaxy M20 আর Galaxy M30 ফোনে একই প্রসেসার ব্যবহার হয়েছে। দুটি ফোনেই থাকছে Samsung Exynos 7904 চিপসেট। রোজকার ব্যবহারের সময় Samsung Galaxy M30 ফোনে কোনও সমস্যা হয়নি। হালকা-পাতলা গেম খেলা বা মাল্টিটাস্কিং খুব সহজেই সামলে নিয়েছে এই ফোন। মাঝে মধ্যে দু-একবার এই ফোনের ইউজার ইন্টারফেসে সামান্য ল্যাগ চোখে পড়লেও সেই কারণে ফোন ব্যবহার করতে কোন সমস্যা হয়নি। ফেস আনলক একটু স্লো কাজ করলেও দ্রুত কাজ করে Galaxy M30 ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
উজ্জ্বল ও ধারালো ডিসপ্লে ব্যবহার হয়েছে Galaxy M30 ফোনে। এই ফোনে ব্যবহার হওয়া Super AMOLED ডিসপ্লে তে থাকছে ভালো ভিউইং অ্যাঙ্গেল। Samsung Galaxy M30 ফোনে Asphalt 9:Legends আর PUBG Mobile এর মত গেম মিডিয়াম সেটিংসে খেলা গিয়েছে। তবে গেম খেলার সময় ফোনের পিছনের দিকটা তুলনামূলক বেশি গরম হয়ে গিয়েছিল।
তুলনামূলক লম্বা ডিসপ্লে ব্যবহারের জন্য এই ফোন এক হাতে ব্যবহার সমস্যা হয়েছে আমাদের। Galaxy M30 ফোনের Exynos 7904 চিপসেটে AnTuTu বেঞ্চমার্ক এ 1,07,495 স্কোর পাওয়া গিয়েছে। Snapdragon 632 আর Snapdragon 636 চিপসেটের স্মার্টফোনগুলোতে একই ধরনের পারফরম্যান্স পাওয়া যায়। Geekbench এ Galaxy M30 সিঙ্গেল কোরে 1,328 আর মাল্টি-কোরে 4,171 স্কোর করেছে।
ফোনের ভিতরে থাকা 5,000 mAh ব্যাটারি জন্য আমরা Samsung Galaxy M30 ফোনে দারুন ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। সকালে ফুল চার্জ করার পরে দিনের শেষে 60 শতাংশ ব্যাটারি বাকি ছিল। আমাদের এইচডি ভিডিও লুপ টেস্টে এক চার্জে 17 ঘন্টা 04 মিনিট চলেছে এই স্মার্টফোন।
Galaxy M30 ফোনের পিছনে থাকছে ট্রিপল ক্যামেরা সেট আপ। এই ক্যামেরার প্রাইমারি সেন্সার 13MP। সাথে থাকছে 5MP সেকেন্ডারি সেন্সার আর 5MP ডেপ্ত সেন্সার। ফোনের সামনে রয়েছে একটি 16MP সেলফি ক্যামেরা।
Samsung Galaxy M30 ক্যামেরা অ্যাপ দিয়ে খুব সহজেই ছবি তোলা যায়। এই ক্যামেরায় এক ট্যাপে রেকর্ডিং শুরু করা যায়। এছাড়াও সহজেই ফোকাস লক করা যায় এই ক্যামেরায়। রিভিউ করার সময় Galaxy M30 ফোনের ক্যামেরায় কোন শাটার ল্যাগ অনুভব করিনি আমরা।
ক্যামেরা ইউজার ইন্টারফেসের ফ্লোটিং শাটার বাটন ছবি তোলার সময় দারুণ কাজে লাগে। ভালো ক্যামেরা ইউজার ইন্টারফেস থাকলেও Samsung Galaxy M30 ফোন ব্যবহার করে তোলা ছবি আমাদের হতাশ করেছে। 15,000 টাকার কম দামে অনেক স্মার্ট ফোনের থেকে ভালো ডিটেল পাওয়া যায়। দিনের আলোয় তোলা ছবিতে জুম করে দেখলে ডিটেলে খামতি চোখে পড়বে। তবে এই ক্যামেরায় জলদি ফোকাস হয়।
Galaxy M30 ফোনের ক্যামেরা দিয়ে কম আলোতে তোলা ছবি ও আমাদের মন জয় করতে পারেনি। রাতের ছবিতে অস্বাভাবিক কম ডিটেল ধরতে পেরেছে এই ফোনের ক্যামেরা। 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরায় থাকছে লাইভ ফোকাস মোড আর বোকেহ এফেক্ট।
Galaxy M সিরিজের তৃতীয় স্মার্টফোন Samsung Galaxy M30। Galaxy M30 এর দাম শুরু হচ্ছে 14,990 টাকা থেকে। এই দামে Galaxy M30 সিরিজের 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্ট পাওয়া যাবে। 6GB RAM আর 128GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে খরচ হবে 17,990 টাকা। দুটি আলাদা রঙে পাওয়া যাবে এই ফোন। এই দামে খুব কম ফোনে Super AMOLED ডিসপ্লে পাওয়া যায়। এর মধ্যেই অন্যতম Samsung Galaxy M30। তবে পারফর্মেন্স ও ক্যামেরা ভিভাগে এই ফোন আমাদের মন জিততে পারেনি। এই দামে Redmi Note 7 Pro, Realme U1 আর Asus ZenFone Max Pro M2 এর সামনে কড়া প্রতিযোগিতার সম্মুখীন হবে Galaxy M30।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন