লঞ্চের আগেই সামনে এল Samsung Galaxy M31। সম্প্রতি Geekbench ওয়েবসাইটে SM-M315F নামে এই ফোনের বিভিন্ন ফিচার প্রকাশিত হয়েছে। প্রকাশিত রিপোর্টে Samsung Galaxy M31 ফোনের একগুচ্ছ গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সামনে এসেছে। চলতি বছর লঞ্চ হয়েছিল Samsung Galaxy M30। সেই ফোনের উত্তরসূরি হিসাবে বাজারে আসছে Galaxy M31।
SM-M315F মডেল নম্বরে লঞ্চ হতে পারে Samsung Galaxy M31। লিস্টিং ওয়েবসাইট থেকে জানা গিয়েছে এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেম চলবে। ফোনের ভিতরে থাকবে একটি Exynos 9611 চিপসেট। সাথে থাকছে 2GB RAM। Geekbench ওয়েবসাইটে সিঙ্গেল কোর পারফর্মেন্সে 348 আর মাল্টি-কোরে 1,214 স্কোর করেছে এই ফোন।
2020 সালে লঞ্চ হতে পারে Samsung Galaxy M31। ইতিমধ্যেই এই ফোন সম্পর্কে বিভিন্ন রিপোর্ট প্রকাশিত হয়েছে। সম্প্রতি SamMobile ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে এখনও ডিজাইনের প্রাথমিক স্তরে রয়েছে Samsung Galaxy M11 আর Galaxy M31। রিপোর্টে জানানো হয়েছে Galaxy M11 ফোনে থাকতে পারে 32GB স্টোরেজ। Galaxy M31 ফোনে থাকতে পারে 64GB স্টোরেজ।
এই দুই ফোন ছাড়াও 2020 সালে Galaxy M সিরিজে লঞ্চ হতে পারে Galaxy M21 আর Galaxy M41। Galaxy M21 ফোনে থাকতে পারে একটি Exynos 9609 চিপসেট আর 4GB RAM। এই ফোনের ডুয়াল রিয়ার ক্যামেরায় থাকতে পারে 24 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকতে পারে 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর।
Galaxy M31 ফোনে ব্যবহার হতে পারে একটি Qualcomm Snapdragon 665 চিপসেট। সাথে থাকতে পারে 6GB RAM। Galaxy M31 ফোনের পিছনে ট্রিপল ক্যামেরায় থাকতে পারে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকতে পারে একটি 12 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। Galaxy M41 ফোনের ট্রিপল ক্যামেরায় থাকতে পারে একটি 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকতে পারে একটি 12 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন