গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল Samsung Galaxy M40। মঙ্গলবার ভারতে বিক্রি শুরু হয়েছে স্মার্টফোন। প্রথম দিন দুপুর 12 টায় ফ্ল্যাশ সেলে মুহুর্তে এই ফোনের স্টক শেষ হয়েছে। এর পরেই ট্যুইটারে Samsung জানিয়েছে 20 জুন দুপুর 12 টায় আপবার পাওয়া যাবে এই ফোন। Galaxy M40 ফোনের ডিসপ্লের উপরে কোন নচ থাকছে না। পরিবর্তে থাকছে পাঞ্চ হোল Infinity-O ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 675 চিপসেট, 6GB RAM আর ফোনের পিছনে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা। থাকছে বিশেষ “ক্রিন সাউন্ড প্রযুক্তি”। ডিসপ্লে ভাইব্রেট করে এই ফোনে আওয়াজ হবে।
6GB RAM আর 128GB স্টোরেজে Samsung Galaxy M40 কিনতে খরচ হবে 19,990 টাকা। 20 জুন আবার ফ্ল্যাশ সেলে পাওয়া যাবে এই স্মার্টফোন। সেই দিন দুপুর 12 টায় শুরু ফ্ল্যাশ সেল।
Love begets love. Thank you for the overwhelming response. Next sale on 20th June, 12 noon.
— Samsung India (@SamsungIndia) June 18, 2019
Get notified on Amazon: https://t.co/hqQJbPwoos or Samsung India: https://t.co/PjIGbSIArS#SamsungM40 #OMG pic.twitter.com/wmPf2y9UCI
Samsung Galaxy M40 ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির OneUI স্কিন। এই ফোনে থাকছে একটি 6.3 ইঞ্চি FHD+ পাঞ্চ হোল Infinity-O ডিসপ্লে। Galaxy M40 ফোনের ভিতরে রয়েছে একটি Snapdragon 675 চিপসেট। সাথে থাকছে Adreno 612 GPU, 6GB RAM আর 128GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Samsung Galaxy M40 ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 32 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে Samsung।
কানেক্টিভিটির জন্য Samsung Galaxy M40 ফোনে থাকছে 4G LTE, Wifi, Bluetooth, GPS আর একটি USB Type-C পোর্ট। ফোনের ভিতরে থাকছে একটি 3,500 mAh ব্যাটারি। সাথে থাকছে ফাস্ট চার্জ সাপোর্ট। ফোনের পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন