2019 সালে মোবাইল গেমি দুনিয়ায় বিপ্লব এসেছে। চলতি বছরেই সামনে এসেছে Call of Duty আর Free Fire এর মতো ব্যাটল রয়্যাল গেম। 2019 সালে সবথেকে বেশি ডাউনলোড হয়েছে Free Fire। এছাড়াও চলতি বছর জনপ্রিয় গেমের তালিকায় রয়েছে Fun Race 3D। চলতি দশকের জনপ্রিয়তম গেমের তকমা ছিনিয়ে নিয়েছে Subway Surfers। সম্প্রতি তথ্য বিশ্লেষণ সংস্থা App Annie এই রিপোর্ট প্রকাশ করেছে।
2019 সালের সেরা পাঁচটি গেম দেখে নিন
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন