এক মাস ধরে ঘর বন্দি ভারতবাসী। অন্যান্য জিনিসের মতোই বন্ধ রয়েছে স্মার্টফোন বিক্রি। শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্য বিক্রি করা যাচ্ছে। এর ফলে থমকে গিয়েছে স্মার্টফোন লঞ্চ। বিগত এক মাসে গটা বিশ্বে একের পর এক স্মার্টফোন লঞ্চ হলেও সেগুলো ভারতে আসেনি। এছাড়াও লকডাউনের আগেই ভারতে কয়েকটি স্মার্টফোন লঞ্চ হয়েছিল। কিন্তু লকডাউনের কারণে এই ফোনগুলো বিক্রি শুরু করা যায়নি। লকডাউন শেষ হলেই এই ফোনগুলি ভারতের বাজারে বিক্রি শুরু হয়ে যাবে। এক নজরে সেই ফোনগুলি দেখে নিন।
মার্চে Redmi Note 9 Pro Max লঞ্চের পরেই লকডাউন শুরু হয়ে যায়। হলে এই ফোন বিক্রি শুরু সুযোগ পায়নি Xiaomi। Redmi Note 9 Pro Max-এ রয়েছে Snapdragon 720G চিপসেট, 5,020 mAh ব্যাটারি ও 33W ফাস্ট চার্জিং। একই সঙ্গে ভারতে লঞ্চ হয়েছিল Redmi Note 9 Pro। Redmi Note 9 Pro রিভিউ পড়তে এখানে ক্লিক করুন।
চলতি মাসেই লঞ্চ হয়েছে iPhone SE (2020)। এটাই সবথেকে সস্তা iPhone। ভারতে নতুন iPhone SE-র দাম শুরু হচ্ছে 42,500 টাকা থেকে। এই ফোনে iPhone 8-এর ডিজাইন ব্যবহার করেছে Apple। ফোনের ভিতরে রয়েছে A13 বায়োনিক চিপ। FaceID-র পরিবর্তে এই ফোনে থাকছে TouchID ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের একাধিক দেশে লঞ্চ হয়েছে OnePlus 8 ও OnePlus 8 Pro। এই দুই ফোনেই Snapdragon 865 চিপসেট থাকছে। পশ্চিমের অন্যান্য দেশের তুলনায় ভারতে অনেকটা কম দামে এই ফোন লঞ্চ করেছে OnePlus। OnePlus 8-এর দাম শুরু হচ্ছে 41,999 তাকা থেকে। অন্যদিকে OnePlus 8 Pro-র দাম শুরু হচ্ছে 54,999 টাকা থেকে।
মার্চে ভারতে লঞ্চ হয়েছিল Motorola Razr (2019)। এটাই কোম্পানির প্রথম ফোল্ডেবল ডিসপ্লের স্মার্টফোন। 2 এপ্রিল ভারতে এই ফোন বিক্রি শুরু হওয়ার কথা ছিল। পরে এই ফোন বিক্রির দিন পিছিয়ে 15 এপ্রিল করেছিল কোম্পানিটি। কিন্তু লকডাউনের সময়সীমা পিছিয়ে যাওয়ার কারণে Motorola জানিয়েছে 6 মে বিক্রি শুরু হবে Motorola Razr (2019)। এই ফোনের একটি ফোল্ডেবল ওলেড ডিসপ্লের সঙ্গেই রয়েছে একটি ছোড় ডিসপ্লে। এই ডিসপ্লেতে সহজেই নোটিফিকেশন ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেওয়া যাবে।
Redmi Note 9 Pro Max-এর মতোই ভারতে Samsung Galaxy S20 Ultra লঞ্চ হলেও লকডাউনের কারণে এই ফোন বিক্রি পিছিয়ে দিয়েছে কোম্পানি। যদিও Galaxy S20 ও Galaxy S20+ বিক্রি শুরু হয়েছিল। Samsung Galaxy S20 Ultra-তে রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা, 12GB RAM ও 128GB স্টোরেজ। ফোনের ভিতরে রয়েছে Exynos 990 চিপসেট। এই ফোনে 6.9 ইঞ্চি QHD+ ডিসপ্লে ব্যবহার করেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি।
মার্চে লঞ্চ হওয়ার কথা ছিল Realme Narzo 10 ও Realme Narzo 10A। কিন্তু লকডাউনের কারণে এই ফোন লঞ্চ বাতিল করতে বাধ্য হয়েছিল Realme। 20 এপ্রিল গোটা দেশে ই-কমার্স ডেলিভারি শুরু হওয়ার ঘোষণা করেছিল স্বরাষ্ট্রমন্ত্রক। এর পরে 21 এপ্রিল Narzo সিরিজ লঞ্চের ঘোষণা করেছিল Realme। যদিও সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে আপাতত শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্যের ই-কমার্স ডেলিভারি শুরু হবে। এর পরেই Realme Narzo 10 ও Realme Narzo 10A লঞ্চ অনির্দিষ্ট সময়ের জন্য পিছিয়ে দিয়েছে চিনের কোম্পানিটি।
ভারতে 15,000 টাকার কম দামে লঞ্চ হবে Realme Narzo 10। 10,000 টাকার আশেপাশে বাজারে আসতে পারে Narzo 10A।
Realme Narzo 10 ও Narzo 10A তে থাকবে 5,000 mAh ব্যাটারি। সম্প্রতি মায়ানমারে লঞ্চ হয়েছিল Realme 6i। এই ফোনে MediaTek Helio G80 চিপ ব্যবহার হয়েছে। ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা। সেই ফোনের নাম বদলে ভারতে Narzo 10 লঞ্চ করতে পারে Realme। এছাড়াও থাইল্যান্ডে লঞ্চ হয়েছিল Realme C3। ভারতে এই ফোনের নাম বদলে আসতে পারে Narzo 10A।
ইতিমধ্যেই Vivo V19 -এর গ্লোবাল ভেরিয়েন্ট বাজারে এসেছে। 26 মার্চ ভারতে এই ফোন লঞ্চের কথা থাকলেও পরে লকডাউনের কারণে লঞ্চ পিছিয়ে গিয়েছিল। ডুয়াল সিম Vivo V19-এ 6.44 ইঞ্চি FHD+ ডিসপ্লে থাকবে। এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির Funtouch OS 10 স্কিন চলবে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 712 চিপসেট। সঙ্গে থাকছে 8GB RAM ও 256GB পর্যন্ত স্টোরেজ।
31 মার্চ ভারতে Mi 10 লঞ্চের কথা ছিল। কিন্তু লকডাউনের কারণে ভারতে এই ফোন লঞ্চ পিছিয়ে দিয়েছে Xiaomi। Mi 10 -এর পিছনে চারটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে। সঙ্গে রয়েছে 13 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও দুটি 2 মেগাপিক্সেল সেন্সর। এই ক্যামেরায় থাকছে 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট। সেলফি তোলার জন্য Mi 10 -এ 20 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ডুয়াল সিম Mi 10 -এ Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 11 স্কিন চলবে। এই ফোনে রয়েছে একটি 6.67 ইঞ্চি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লেতে থাকছে 90 Hz রিফ্রেশ রেট ও 180Hz টাচ রেসপন্স। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 865 চিপসেট, 12GB পর্যন্ত LPDDR5 RAM ও 256GB পর্যন্ত UFS 3.0 স্টোরেজ।
ইতিমধ্যেই বিশ্ব বাজারে লঞ্চ হয়েছে Huawei P40, Huawei P40 Pro ও Huawei P40 Pro+। এই তিন ফোনেই দুর্দান্ত ক্যামেরা থাকছে। ভারতে লকডাউন চলার সময় এই ফোনগুলি ইউরোপের বিভিন্ন দেশে লঞ্চ হয়েছে। লকডাউন শেষ ভারতে আসতে পারে Huawei P40 সিরিজ।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন