শুক্রবার ভারতে লঞ্চ হবে Vivo U20। এটা ভারতে কোম্পানির U সিরিজের দ্বিতীয় স্মার্টফোন। ইতিমধ্যেই U20 ফোনের সব গুরুত্বপূর্ণ ফিচার প্রকাশ করেছে Vivo। Vivo U20 ফোনে থাকছে ওয়াটার-ড্রপ স্টাইল নচ আর ট্রিপল রিয়ার ক্যামেরা। ফোনের পিছনে থাকছে গ্রেডিয়েন্ট ফিনিশ আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। চলতি বছর সেপ্টেম্বর মাসে লঞ্চ হয়েছিল এই সিরিজের প্রথম স্মার্টফোন Vivo U10।
শুক্রবার দুপুর 12 টায় ভারতে লঞ্চ হবে Vivo U20। ভারতে শুধুমাত্র Amazon.in থেকে এই ফোন পাওয়া যাবে। Vivo U10 এর থেকে একটু বেশি দামে লঞ্চ হতে পারে Vivo U20। Vivo U10 এর দাম শুরু হচ্ছে 8,990 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে 3GB RAM + 32GB স্টোরেজ। 3GB RAM + 64GB স্টোরেজে এই ফোন কিনতে 9,990 টাকা খরচ হবে। 4GB RAM + 64GB স্টোরেজে Vivo U10 এর দাম 10,990 টাকা। চলতি মাসে চিনে লঞ্চ হয়েছিল Vivo V3, সেই ফোনের নাম বদলে ভারতে আসতে পারে Vivo U20।
Vivo U20 ফোনে থাকছে একটি 6.53 ইঞ্চি HD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার ড্রপ স্টাইল নচ। Vivo U20 এর ভিতরে থাকছে একটি Snapdragon 675 চিপসেট, 6GB RAM আর UFS 2.0 স্টোরেজ।
চিনে লঞ্চ হওয়া Vivo U3 ফোনের পিছনে তিনটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় একটি 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ব্যবহার করেছে Vivo। সাথে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা।
Vivo U3 ফোনের ভিতরে একটি 5,000 mAh ব্যাটারি থাকবে। সাথে থাকছে 18W ফাস্ট চার্জ সাপোর্ট। এই ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে FuntouchOS 9.1 স্কিন।
আরও পড়ুন:
20 দিন ব্যাক-আপ সহ ভারতে এল Mi Band 3i: দাম ও স্পেসিফিকেশন
50 লক্ষ গ্রাহক হারিয়ে চাপে Vodafone Idea ও Airtel, তরতরিয়ে এগোচ্ছে Jio
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন