শাওমি প্রধান নিজের আইফোন ব্যবহার করছেন। সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে তেমনটাই জানা গিয়েছে। চিনের ওশ্যাল মিডিয় ওয়েইবোতে শাওমি প্রধান নেই জুনের সাম্প্রতিক পোস্টে আইফোনের উল্লেক পাওয়া গিয়েছে। অর্থাৎ আইফোন থেকেই সেই পোস্ট করেছিলেন লেই। এর পরেই নেট পাড়ায় জল্পনা শুরু হয়েছে। যদিও এই পোস্ট করার কিছু সময়ের মধ্যেই তা ডিলিট করে দিয়েছেন শাওমি প্রধান।
চিনের মাইক্রো ব্লগিং ওয়েবসাইট ওয়েইবো। সেই দেশে টুইটার নিষিদ্ধ হওয়ার কারণেই বেশ জনপ্রিয় এই মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম। ওয়েইবোতে যে কোন পোস্ট করলে কোন ফোন থেকে পোস্ট হয়েছে তা দেখা যায়। সম্প্রতি এমনই এক সোশ্যাল মিডিয়া পোস্টে শাওমি প্রধানকে আইফোন থেকে পোস্ট করতে দেখা গিয়েছে।
যদিও শুধুমাত্র শাওমি প্রধান নয়, সাম্প্রতিক ইতিহাসে একাধিক স্মার্টফোন কোম্পানির প্রধানকে আইফোন ব্যবহার করে সোশ্যাল মিডিয়া পোস্ট করতে দেখা গিয়েছে। হুয়াওয়েই প্রধান রেন ঝেংফেই আইফোন ব্যবহার করে একাধিকবার সোস্যাল মিডিয়া পোস্ট করেছিলেন। এছাড়াও রিয়েলমি প্রধান মাধব শেঠকেও রিয়েলমি ৩ লঞ্চের আগে আইফোন ব্যবহার করে টুইট করতে দেখা গিয়েছিল।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন