Photo Credit: AliExpress
আগামীকাল 24 জুলাই লঞ্চ হবে Mi A2 আর Mi A2 Lite। এই কথা জানিয়েছে চিনের স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা Xiaomi। টুইটারে Xiaomi জানিয়েছে আগামীকাল 24 জুলাই স্পেনে গ্লোবাল ইভেন্টে Mi A2 আর Mi A2 Lite ফোন দুটি লঞ্চ করবে কোম্পানি। গত বছরে লঞ্চ হওয়া Mi A1 এর উত্তরসুরি Mi A2 ফোন নিয়ে অনেকদিন ধরেই কানাঘুঁষো চলছিল। ইতিমধ্যেই চিনের এই ই-কমার্স পোর্টালে Mi A2 Lite বিক্রি শুরু হয়ে গিয়েছে। এই দুটি ফোনই Google-এর Android One এর অধীনে লঞ্চ হবে। লঞ্চের আগেই চিনের জনপ্রিয় ই কমার্স ওয়েবসাইট Aliexpress.com এ Mi A2 Lite ফোনটি দেখা গিয়েছে।
রোমানিয়ার ওয়েবসাইটে ইতিমধ্যেই Mi A2 আর Mi A2 Lite ফোনের দাম প্রকাশিত হয়েছে। রোমানিয়ার জনপ্রিয় ইকমার্স ওয়েবসাইট QuickMobile.ro আর PCGarage.ro. ওয়েবসাইটে এই দুই ফোনের দাম প্রকাশ পেয়েছে। QuickMobile ওয়েবসাইটে Xiaomi Mi A2 ফোনের 4GB RAM আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1,288 রোমানিয়ান লিউ (প্রায় 22,200 টাকা)। একই ওয়েবসাইটে 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের Mi A2 এর দাম 1,424 রোমানিয়ান লিউ (প্রায় 24,600 টাকা)। এই একই ওয়েবসাইটে Mi A2 Lite এর 3GB RAM আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 943 রোমানিয়ান লিউ (প্রায় 16,200 টাকা)। আর 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের Mi A2 Lite এর দাম 1,143 রোমানিয়ান লিউ (প্রায় 19,700 টাকা)।
রোমানিয়ার অন্য এক ওয়েবসাইট PCGarage তেও এই দুটি ফোনের দাম প্রকাশ পেয়েছে। PCGarage তে Xiaomi Mi A2 ফোনের 4GB RAM আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1,400 রোমানিয়ান লিউ (প্রায় 24,200 টাকা)। একই ওয়েবসাইটে 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের Mi A2 এর দাম 1,600 রোমানিয়ান লিউ (প্রায় 27,600 টাকা)। এই একই ওয়েবসাইটে Mi A2 Lite এর 3GB RAM আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1000 রোমানিয়ান লিউ (প্রায় 17,200 টাকা)। আর 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের Mi A2 Lite এর দাম 1,200 রোমানিয়ান লিউ (প্রায় 20,700 টাকা)।
Mi A2 তে থাকবে লেটেস্ট Android Ore 8.1 স্টক অ্যানড্রয়েড। Mi A2 তে থাকবে একটি 5.99 ইঞ্চি Full HD+ ডিসপ্লে। এছাড়াও থাকবে একটি Snapdragon 660 চিপসেট, 4GB RAM আর 32GB/ 64GB/ 128GB স্টোরেজ।
Mi A2 তে থাকবে ডুয়াল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরা প্রাইমারি সেন্সার 12MP। ফোনের সামনে থাকবে একটি 20MP সেলিফি ক্যামেরা। এছাড়াও Mi A2 এর ভিতরে থাকবে একটি 3010 ব্যাটারি। এর সাথেই থাকবে Quick Charge 3.0 সাপোর্ট। কানেক্টিভিটির জন্য Mi A2 তে থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0 আর USB Type-C পোর্ট।
অন্যদিকে Mi A2 Lite এ থাকবে 5.84 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এর সাথেই থাকবে Snapdragon 625 চিপসেট 3GB/4GB RAM আর 64GB পর্যন্ত স্টোরেজ। এর সাথেই Mi A2 Lite এ থাকবে একটি 12MP ও একটি 5MP ডুয়াল ক্যামেরা সেট আপ। আর একটি 5MP সেলফি ক্যামেরা। Mi A2 Lite এ একটি 4000 mAh ব্যাটারি থাকবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন