গোটা বিশ্ব যখন করোনাভাইরাস যুদ্ধে ব্যস্ত তখন ধীরে ধীরে ছন্দে ফিরছে চীন। জনজীবন ধীরে ধীরে স্বাভাবিক হতেই বিভিন্ন প্রোডাক্ট লঞ্চ শুরু হয়েছে। সম্প্রতি লঞ্চ হয়েছে Xiaomi-র নতুন ওয়্যারলেস ইয়ারফোন Redmi AirDots S। Redmi ব্র্যান্ডের অধীনে এটা কোম্পানির দ্বিতীয় ওয়্যারলেস ইয়ারফোন।
চিনে Redmi AirDots S-এর দাম 100 ইউয়ান (প্রায় 1,100 টাকা)। ইতিমধ্যেই চিনের বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইটে এই প্রোডাক্ট বিক্রি শুরু হয়েছে।
কালো রঙে পাওয়া যাবে Redmi AirDots S। থাকছে Bluetooth 5.0 কানেক্টিভিটি, 7.2 মিমি ড্রাইভার। IPX4 ওয়াটার রেসিস্ট্যান্ট এই ওয়্যারলেস ইয়ারফোনের ওজন 4.1 গ্রাম।
কোম্পানির দাবি এক চার্জে চার ঘণ্টা চলবে এই ওয়্যারলেস ইয়ারফোন। ইয়ারফোনের কেস একবার চার্জ করলে 12 ঘণ্টা গান শোনা যাবে। গেমিংয়ের জন্য থাকছে লো-লেটেন্সি মোড।
লঞ্চ হল OnePlus Bullets Wireless Z: এক চার্জে চলবে 20 ঘণ্টা
এর সঙ্গেই থাকছে ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট। ইয়ারফোনের ভিতরে রয়েছে Realtek RTL8763BFR চিপ। ইতিমধ্যেই চিনে এই ইয়ারফোন বিক্রি শুরু হয়েছে। যদিও ভারতে এই প্রোডাক্ট লঞ্চের বিষয়ে উচ্চবাচ্য করেনি Xiaomi।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন