মাত্র 1,000 টাকায় ‘Redmi AirDots’ লঞ্চ করল Xiaomi
Redmi AirDots এ থাকছে Bluetooth 5.0 সাপোর্ট। ইয়ারবাডের ভিতরে রয়েছে Realtek RTL8763BFR চিপ। কেস থেকে বার করলে নিজে থেকেই স্মার্টফোনের সাথে কানেক্ট হয়ে যাবে এই ইয়ারবাড। Redmi AirDots এর ওজন 4.1 গ্রাম। থাকছে একটি টাচ সেনসিটিভ বাটন।