গত মাসে থাইল্যান্ডে লঞ্চ হওয়ার পরে অবশেষে ভারতে এল Redmi Note 6 Pro। এই ফোনের প্রধান আকর্ষন ডুয়াল ফ্রন্ট ও রিয়ার ক্যামেরা, ডিসপ্লে নচ আর MIUI 10 অপারেটিং সিস্টেম। Redmi Note 5 Pro ফোনের উত্তরসূরী এই স্মার্টফোন। এছাড়াও সম্প্রতি স্টক অ্যানড্রয়েড সহ বাজারে এসেছে Mi A2।
আরও পড়ুন: Redmi Note 6 Pro রিভিউ
Redmi Note 6 Pro ফোনের থেকে Mi A2 –র দাম একটু বেশি। এক নজরে Redmi Note 6 Pro আর Mi A2 ফোনের দাম ও স্পেসিফিকেশানে দেখে নেওয়া যাক।
Redmi Note 6 Pro বনাম Mi A2 এর দাম
ভারতে Redmi Note 6 Pro ফোনের দাম শুরু হচ্ছে 13,999 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে এই টাকা খরচ হবে। 6GB RAM/64GB স্টোরেজে Redmi Note 6 Pro কিনতে খরচ হবে 15,999 টাকা। শুক্রবার দুপুর 12 টায় বিক্রি শুরু হবে এই স্মার্টফোন। শুধুমাত্র Flipkart, mi.com আর mi home থেকে কেনা যাবে Redmi Note 6 Pro।
আরও পড়ুন: Nokia 6.1 Plus, Asus Zenfone Max Pro M1 এর থেকে কতটা ভালো Redmi Note 6 Pro?
তবে শুধুমাত্র ব্ল্যাক ফ্রাইডে সেলে দুটি ভেরিয়েন্টেই 1,000 টাকা ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে কোম্পানি। এছারাও HDFC ক্রেডিট ও ডেবিক কার্ড গ্রাহকরা অতিরিক্ত 500 টাকা ছাড় পাবেন।
ভারতে 6GB RAM আর 128GB স্টোরেজে Mi A2 ফোনের দাম 18,999 টাকা। অন্যদিকে 4GB RAM ও 64GB স্টোরেজ ভেরিয়েন্টের Mi A2 এর দাম 15,999 টাকা।
Redmi Note 6 Proফোনে চলবে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম। এর উপরেই থাকবে কোম্পানির নিজস্ব MIUI স্কিন। Redmi Note 6 Pro তে থাকছে একটি 6.26 ইঞ্চি ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19:9। ডিসপ্লের উপরে থাকবে একটি কালো নচ। ফোনের ভিতরে থাকবে Snapdragon 636 চিপসেট, 4GB/6GB RAM আর 64GB স্টোরেজ।
আরও পড়ুন: চারটি ক্যামেরা, ডিসপ্লে নচ সহ ভারতে এল Redmi Note 6 Pro
Mi A2 তে থাকবে লেটেস্ট Android Ore 8.1 স্টক অ্যানড্রয়েড। Mi A2 তে থাকবে একটি 5.99 ইঞ্চি Full HD+ ডিসপ্লে। এছাড়াও থাকবে একটি Snapdragon 660 চিপসেট, 6GB পর্যন্ত RAM আর 128GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Redmi Note 6 Proতে থাকবে 12MP+5MP রিয়ার ক্যামেরা। সাথে থাকবে ডুয়াল পিক্সেল অটোফোকাস আর LED ফ্ল্যাশ। ফোনের সামনে থাকবে 20MP+1MP সেলফি ক্যামেরা। এর সাথেই থাকবে ফেস আনলক ফিচার। Redmi Note 6 Pro এর ভিতরে থাকবে একটি 4,000 mAh ব্যাটারি। কোম্পানি জানিয়েছেএই ফোনে খুব সহজেই দুই দিন ব্যাক আপ পাওয়া যাবে।
Mi A2 তে থাকবে ডুয়াল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরা প্রাইমারি সেন্সার 12MP। ফোনের সামনে থাকবে একটি 20MP সেলিফি ক্যামেরা। এছাড়াও Mi A2 এর ভিতরে থাকবে একটি 3010 ব্যাটারি। এর সাথেই থাকবে Quick Charge 3.0 সাপোর্ট। কানেক্টিভিটির জন্য Mi A2 তে থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0 আর USB Type-C পোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন