15 জুলাই উৎক্ষেপণ স্থগিত রাখার পরে সোমবার, 22 জুলাই মহাকাশে পাড়ি দিতে প্রস্তুত ‘Chandrayaan-2'। আজ দুপুর 2 টো 43 মিনিটে GSLV-Mk III রকেটে চেপে চাঁদের উদ্দেশ্যে পাড়ি দেবে ‘Chandrayaan-2'। ইন্টারনেটে এই উৎক্ষেপণ সরাসরি সম্প্রচারিত হবে। চাঁদের দক্ষিণ মেরুতে গবেষণার জন্য পাঠানো হচ্ছে এই যান।
সোমবার সুপুর 2 ট 43 মিনিটে ‘Chandrayaan-2' উৎক্ষেপণ হবে। শ্রীহরিকোটার উৎক্ষেপণ কেন্দ্র থেকে GSLV-Mk III রকেটে যেপে মহাকাশে পাড়ি দেবে এই যান। ছয় চাকার এইরোভারের নাম রাখা হয়েছে ‘প্রজ্ঞান রোভার'। সৌর বিদ্যুতের সাহায্যে দিনে 500 মিটার পর্যন্ত চলবে এই রোভার। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে কাজ করতে পারবে প্রজ্ঞান রোভার।
Twitter ও Facebook থেকে ‘Chandrayaan-2' উৎক্ষেপণ সরাসরি দেখাবে ISRO। এছাড়াও দুরদর্শন YouTube চ্যানেল থেকে এই উৎক্ষেপণ সরাসরি দেখা যাবে। সোমবার দুপুর 2 ট 10 মিনিটে এই লাইভ স্ট্রিম শুরু হবে। নীচে প্লে বাটনে ক্লিক করে ‘Chandrayaan-2' উৎক্ষেপণ সরাসরি দেখা যাবে।
উৎক্ষেপণের সময় ইন্টারনেট ব্যবহারের সুযোগ না থাকলে টিভিতে দুরদর্শন চ্যানেলে ‘Chandrayaan-2' উৎক্ষেপণ সরাসরি দেখা যাবে।
চাঁদের দক্ষিণ মেরুতে গবেষণার কাজ করবে 'Chandrayaan-2'। এর আগে অন্য কোন যান চাঁদের এই অংশে পৌঁছায়নি। 2008 সালে প্রথম চাঁদে অভিযান করেছিল ISRO। এই যানটি চাঁদের চারপাশে 3400 বারের বেশি চক্কর দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পাঠিয়েছিল পৃথিবীতে। তবে 'Chandrayaan' চাঁদের মাটি স্পর্শ করেনি। তবে 'Chandrayaan-2' এর হাত ধরে চাঁদের মাটি স্পর্শ করার স্বপ্ন দেখেছেন অসংখ্য ভারতিবাসী।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন