Photo Credit: ISRO
আমেদাবাদের ফিসিকাল রিসার্চ ল্যাবরেটারিতে (PRL) নতুন এক গ্রহের সন্ধান পাওয়া গেল। নতুন এই গ্রহ শণির থেকে একটু ছোট আর আর নেপচুনের থেকে আকারে একটু বড়। এই গ্রহের ভিতরে 27 টি পৃথিবী ঢুকে যাবে। এছাড়াও পৃথিবীর ব্যাসার্ধের থেকে নতুন এই গ্রহের ব্যাসার্ধ ছয় গুন বড়। সূর্যের মতো এক নক্ষত্রের চারপাশে এই গ্রহট ঘুরছে। এক অফিশিয়াল বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
এই ধরনের গ্রহ কীভাবে তৈরী হয় তা জানার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই আবিষ্কার। বমহাকাশ দপ্তর থেকে এক বিবৃতিতে এই কথা জানানো হয়েছে। EPIC 211945201b অথবা K2-236b নামে চেনা যাবে নতুন এই গ্রহ।
“সৌর মন্ডলের বাইরে খুব কম দেশ গ্রহ আবিষ্কার করেছে। আর ভারত সেই তালিকায় নাম লেখাল।” বলে জানানো হয়েছে।
অ্যাস্টোনোমিক জার্নাল ও আমেরিকান অ্যাস্ট্রোনোমিকাল সোসাইটির জার্নালে এই গবেষনা ফল প্রকাশ পেয়েছে।
অভিজিত চক্রবর্তী নামে এক বিজ্ঞানী নেতৃত্বে বৈজ্ঞানিকদের একটি দল নতুন এই গ্রহ আবিষ্কার করেন।
“পৃথিবীর 10 থেকে 70 গুন বেশি ভরের মোট 23 টি গ্রহ আবিষ্কার হয়েছে। PARAS এমন একটি spectrograph যার মাধ্যমে নক্ষত্রের চারপাশে ঘুরতে থাকা গ্রহের ভর মাপা সম্ভব। এতো সূক্ষ পতিমাপ দেওয়ার মতো spectrograph পৃথিবীতে খুব কম আছে।”
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন