কল্প বিজ্ঞান নয়, এবার বাস্তব হতে চলেছে মহাকাশে ঘুরতে যাওয়ার স্বপ্ন। খুব শিঘ্রই বিমানে চেপে মকাশ ভ্রমণের স্বপ্ন সত্যি হবে। অন্তত এমনটাই জানাচ্ছেন জাপানের এক স্টার্ট আপ কোম্পানি। 2019 সালে ট্রায়ালে প্রথম মহাকাশে কমার্শিয়াল স্পেসক্রাফট পাঠানোর কথা ঘোষনা করেছে জাপানের কোম্পানিটি। তবে এখনো নাম ঠিক হয়নি এই স্পেসক্রাফটের। কোম্পানি জানিয়েছে 2013 সালে বাণিজ্যিক উড়ান শুরু করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।
মধ্য জাপানের নাগোয়াতে অবস্থিত এই কোম্পানির নাম PD অ্যারোস্পেস। পাঁচটি আলাদা কোম্পানি থেকে প্রায় 32 কোটি টাকা তুলে ব্যাবসা শুরু করেছে কোম্পানিটি। সম্প্রতি কোম্পানির সিইও জানিয়েছেন, “ খুব শিঘ্রই মহাকাশে যাতায়াত সম্ভব হবে। আপনিও ভবিষ্যতের এই খেলায় সামিল হন।”
এছাড়াও তিনি বলেন “শুধুমাত্র আমেরিকাতেই স্পেস রিসার্চে বাণিজ্যিকরন হয়েছে। খুব দ্রুতগতিতে বাড়ছে এই বাণিজ্যের পরিমান। ” যে পাঁচটি কোম্পানি এই প্রজেক্টে টাকা দিয়েছে তার মধ্যে আছে জাপানের বৃহত্তম এয়ারলাইন কোম্পানি, আল নিপ্পন এয়ারওয়েজ।
এই মহাকাশ যানে একটি ইঞ্জিন থাকবে। এই ইঞ্জিন রিঅ্যাকশান মোডে কাজ করবে। এটিই হবে জাপানের প্রথম মানুষবাহী মাহাকাশ যান যেটি মহাশূণ্যে গিয়ে আবার ফেরৎ আসবে।
গত বছর জুলাই মাসে একটি পরীক্ষামূলক পরিচালনা করেছিল। এই প্রথম বিশ্বের কোন যান নিজের শক্তি হিসাবে জেট ইঞ্জিন ও রকেট ইঞ্জিনে বদল করতে সক্ষম হয়েছিল। এবার সেই ইঞ্জিনে ফাইন টিউনিং এর কাজে ব্যাস্ত রয়েছেন কোম্পানির কর্মীরা।
2019 সালে প্রথম পরীক্ষামূলক যান উৎক্ষেপন করবে জাপানের এই কোম্পানি। এছাড়াও জানানো হয়েছে 2023 সাল থেকে এই যান বাণিজ্যিকভাবে চলতে শুরু করবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন