2018 সালের প্রথম ছয় মাসে থেকে মোট 16,580 বার Facebook এর কাছে বিভিন্ন তথ্য চেয়ে পাঠিয়েছে ভারত সরকার। 2017 ও 2016 সালে গটা বছরে এই সংখ্যাটি ছিল যথাক্রমে 22,024 আর 13,613।
2018 সালের জানুয়ারি থেকে জুন মাসে পর্যন্ত কেন্দ্রের 47 শতাংশ অনুরোধ ফিরিয়ে দিয়েছে Facebook। তবে Facebook এর তরফ থেকে কোন ধরনের তথ্য সরকারকে দেওয়া হয়েছে তা জানানো হয়নি। Facebook ব্যবহারের শর্তাবলী অনুসারে গ্রাহকের ব্যক্তিগত তথ্য সরকারকে দিতে পারে মার্কিন কোম্পানিটি।
এছাড়াও ভারতে আইন ব্যবস্থা থেকে মোট 15,963 টি তথ্য সংগ্রহের অনুরোধ এসেছে Facebook এর কাছে। বিভিন্ন আইনি লড়াইয়ে কাজে লেগেছে এই তথ্য। এর মধ্যে অর্ধেক তথ্য দেওয়া হয়েছে।
তবে শুধু ভারত সরকার নয়, Facebook থেকে তথ্য সংগ্রহের প্রবণতা বেড়েছে বিশ্বের অন্যান্য সরকারের পক্ষ থেকেও। সারা বিশ্বে সরকারের কাছ থেকে আগের থেকে 26 শতাংশ বেশি তথ্য সংগ্রহের অনুরোধ এসেছে।
মার্কিন যুক্তরাষ্ট্র সরকার Facebook এর কাছ থেকে আগের থেকে 30 শতাংশ বেশি তথ্য সংগ্রহ করছে। এই সময়ে বিভিন্ন সমস্যার জন্য Facebook ও Instagram থেকে 2,999,278 গুলি পোস্ট ডিলিট করা হয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন