টাইমলাইনের উপরে এবার লাইভ স্ট্রিম দেখাবে Twitter। লাইভ ভিডিও দেখা আর সহজ করার জন্য এই পদক্ষেপ নিয়েছে মাইক্রো ব্লগিং ওয়েবসাইট।
“আমরা লাইভ দেখা আর সহজ করতে চাইছি। এবার থেকে লাইভ হলেই তা আপনার টাইমলাইনে সবার উপড়ে চলে আসবে।” বলে এক টুইটে জানিয়েছে কোম্পানি।
নতুন এই ফিচারে সহজেই ব্রেকিং নিউজ, ব্যক্তিত্ব ও খেলা লাইভ দেখা যাবে। শীঘ্রই এই ফিচার পৌঁছে যাবে Android ও iOS অ্যাপে।
সম্প্রতি এক রিপোর্টে জানানো হয়েছে Twitter থেকে এবার ভিডিও ছাড়া শুধু অডিও লাইভ স্ট্রিম করা যাবে। গত মাসে iOS 9 বা তার কম ভার্সানে অ্যাপ সাপোর্ট বন্ধ করেছিল Twitter।
আপাতত এই অডিও লাইভ স্ট্রিম শুধুমাত্র Twitter এর iOS অ্যাপ আর পেরিস্কোপ অ্যাপে পাওয়া যাচ্ছে। শুধুমাত্র অডিও লাইভ স্ট্রিমের জন্য গ্রাহককে কম্পোজ স্ক্রিনে “Go Live” অপশান সিলেক্ট করতে হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন