সাইবার ক্রাইম রুখতে নতুন দাওয়াই নিয়ে এল সিবিআই
ডুপলিকেট ছবির উৎস খুঁজে পেতে কাজে লাগে এই প্রযুক্তি। 2009 সালে PhotoDNA প্রযুক্তি নিয়ে এসেছিল Microsoft। ইতিমধ্যেই Google, Facebook ও Twitter এর প্রযুক্তি ব্যবহার করায় সহজেই শিশু পর্ণ অপরাধ দমনে সাফল্য পাওয়া গিয়েছে।