করোনাভাইরাস সম্পর্কে ভুল তথ্য দিয়েছেন এই সেলেব্রিটিরা

জনপ্রিয়তার সঙ্গেই বাড়ে সমাজের প্রতি দায়িত্ব

করোনাভাইরাস সম্পর্কে ভুল তথ্য দিয়েছেন এই সেলেব্রিটিরা

একাধিক সেলিব্রিটি সোশ্যাল মিডিয়ায় করোনাভাইরাস সম্পর্কে ভুল তথ্য পোস্ট করেছেন

হাইলাইট
  • করোনাভাইরাস সম্পর্কে একাধিক ভুল তথ্য পোস্ট করেছেন বিভিন্ন সেলেব্রিটি
  • যে কোন পোস্ট করার আগে সচেতন থাকতে হবে
  • সব তথ্য যাচাই করে পোস্ট করুন
বিজ্ঞাপন

বিশ্বব্যাপী দাবানলের মতো ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস অতিমারি। ভাইরাস সংক্রমণের মতোই দ্রুতবেগে ছড়াচ্ছে এই রোগ সম্পর্কে ভুয়ো তথ্য। সব সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটেই এই রোগ সম্পর্কে ভুল তথ্য মুহূর্তে লাখ লাখ মানুষের কাছে পৌঁছচ্ছে। করোনাভাইরাস আক্রান্তরা হোমিওপ্যাথি ওষুধে ঠিক হচ্ছেন, পনেরো মিনিট রোদে দাঁড়ালে করোনাভাইরাস মরে যাবে, 12 ঘণ্টা বাড়ি বসে থাকলে করোনাভাইরাস সংক্রমণ বন্ধ করা সম্ভব, এই ধরনের বিভিন্ন ভুয়ো তথ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়ছে। ডাক্তার ও সরকারের আচরণবিধি থেকে দ্রুত ছড়াচ্ছে ভুয়ো খবরগুলি।

গত সপ্তাহে 22 মার্চ ‘জনতা কার্ফু'-র দিন ভুল তথ্য দিয়ে টুইট করেন অমিতাভ বচ্চন। টুইটারে বিগ বি বলেন, “হাততালি ও শঙ্খের তরঙ্গ ভাইরাসের শক্তি কমিয়ে দেয়।” এছাড়াও অমিতাভ বচ্চন বলেন, “নতুন নক্ষত্র রেভতিতে যাচ্ছে চন্দ্র। একসাথে শব্দতরঙ্গ তৈরি করবে রক্ত চলাচল ভালো হবে।” ‘জনতা কার্ফু'-র আগে এই রকম একটি মেসেজ হোয়াটসঅ্যাপে ভাইরাল হয়েছিল। তাই এই টুইটের জন্য সরাসরি বলিউডের শাহেনশাকে দোষারোপ করা যায় না। তবে তার বিশাল ফ্যান ফলোইং থাকার কারণে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার আগে আরও সচেতন হওয়া প্রয়োজন। মুহূর্তে অমিতাভের এই টুইট 254 বার রি-টুইট ও 2,300 টা লাইক পেয়েছিল।

amitabh bachchan amavasya tweet screenshot amitabh bachchan amavasya tweet

এর পরেও করোনাভাইরাস সম্পর্কে ভুল তথ্য দিয়ে টুইট করতে থাকেন অমিতাভ। অন্য এক টুইটে covid19india.org ওয়েবসাইটকে অফিশিয়াল ওয়েবসাইট বলেন তিনি। যদিও এই ওয়েবসাইটে লেখা রয়েছে এটা অফিশিয়াল ওয়েবসাইট নয়। সেখানে জানানাও হয়েছে বিভিন্ন যায়গা থেকে তথ্য সংগ্রহ করে এই ওয়েবসাইট চলছে।

যদিও এই তালিকায় অমিতাভ বচ্চন একমাত্র নাম নয়। করোনাভাইরাস নিয়ে ভিডিও পোস্ট করে ট্রোলড হয়েছেন জনপ্রিয় গায়ক সোনু নিগম। একটি ভিডিওতে তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন করোনাভাইরাস ১২ ঘণ্টা বেঁচে থাকতে পারে। তাই ১৪ ঘণ্টা জনতা কার্ফু ডেকে ভারত এমন কাজ করল যা অন্য কোন দেশ আগে করে দেখাতে পারেনি।

দক্ষিণ ভারতের সুপারস্টার রজনীকান্ত Youtube -এ ‘জনতা কার্ফু'-র সময় মানুষকে ঘরে থাকার আবেদন জানিয়েছেন। তিনি বলেন   12-14 ঘণ্টায় ভাইরাস নিষ্ক্রিয় করা যাবে। প্রথমে টুইটারে এই তথ্য জানালেও ভুল তথ্য দেওয়ার জন্য কিছু সময় পরে সেই টুইট সরিয়ে দেয় টুইটার।

এই সব সোশ্যাল মিডিয়া পোস্টের পরে ফ্যানদের প্রতিক্রিয়া সেলিব্রিটিদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার আগে ভাবাবে। যে সব সেলিব্রিটির সোশ্যাল মিডিয়ায় প্রচুর ফলোয়ার রয়েছে যে কোন পোস্ট করার আগেই তথ্যের সত্যতা যাচাই করে নিতে হবে। নাহলে খুব কম সময়ে সমাজের বিভিন্ন প্রান্তে ভুয়ো খবর ছড়াতে শুরু করবে।

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলিকে ভুয়ো খবরের দিকে কড়া দৃষ্টি রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্র। এই সুযোগে ভুয়ো খবর দূরে রেখে সচেতনতা প্রসারে এগিয়ে আসছে ফেসবুক হোয়্যাটসঅ্যাপের মতো প্ল্যাটফর্মগুলি। 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. WhatsApp: ফেসবুকের মতো কভার ফটো আপলোডের সুবিধা আসছে হোয়াটসঅ্যাপে
  2. iPhone 18 Pro তুলবে DSLR মার্কা ছবি, স্মার্টফোনের ক্যামেরায় আসবে নতুন যুগ?
  3. 6,200mAh ব্যাটারি ও 50MP টেলিফটো ক্যামেরা যুক্ত Redmi স্মার্টফোন বিক্রি হচ্ছে 6,000 টাকা ডিসকাউন্টে
  4. Nothing Phone 3a Lite এর দাম ফাঁস, অবশেষে সস্তায় ফোন আনছে কোম্পানি
  5. OnePlus Turbo ভারতে দুর্দান্ত ফিচার্স নিয়ে আসছে, থাকবে বিশাল 8,000mAh ব্যাটারি, 100W ফাস্ট চার্জিং
  6. ChatGPT Go: চ্যাটজিপিটি সাবস্ক্রিপশন 1 বছরের জন্য ফ্রি! OpenAI-এর ঘোষণায় ইন্টারনেট তোলপাড়
  7. iQOO 15 নতুন অপারেটিং সিস্টেম সহ ভারতে লঞ্চ হচ্ছে, থাকবে 7,000mAh ব্যাটারি ও 100x জুম ক্যামেরা
  8. 200MP পেরিস্কোপ এবং 50MP প্রাইমারি ক্যামেরার সঙ্গে Xiaomi 17 Ultra আসছে বাজার তোলপাড় করতে
  9. OnePlus Ace 6: কম দামে 7,800mAh ব্যাটারি ও 165Hz স্ক্রিনের দুর্ধর্ষ গেমিং ফোন আনল ওয়ানপ্লাস
  10. OnePlus 15 বাজার কাঁপিয়ে লঞ্চ হল, নতুন ক্যামেরা, 120W ফাস্ট চার্জিং, 7,300mAh ব্যাটারি রয়েছে
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »