Tecno Spark Go 5G মডেলে 5G ক্যারিয়ার অ্যাগ্রিগেশন সাপোর্ট আছে। ফলে সাধারণ 5G নেটওয়ার্কের তুলনায় আরও দ্রুত স্পিড পাওয়া যাবে।
Photo Credit: Tecno
Tecno Spark Go 5G স্কাই ব্লু, ইঙ্ক ব্ল্যাক, ও টার্কুইজ গ্রীন রঙে উপলব্ধ
Tecno Spark Go 5G আজ ভারতে হইচই ফেলে লঞ্চ হল। স্মার্টফোনটি 10,000 হাজার টাকার মধ্যে এসেছে। নতুন ফোনটির প্রধান আকর্ষণ স্লিম এবং লাইটওয়েট ডিজাইন। টেকনো দাবি করেছে, এটি তার সেগমেন্টে 6,000mAh ব্যাটারি যুক্ত সবথেকে পাতলা (7.99 মিমি) স্মার্টফোন। এতে 5G ক্যারিয়ার অ্যাগ্রিগেশন সাপোর্ট আছে। ফলে সাধারণ 5G নেটওয়ার্কের তুলনায় আরও দ্রুত স্পিড পাওয়া যাবে। Tecno Spark Go 5G এর বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে 120Hz ডিসপ্লে, 50 মেগাপিক্সেল AI ক্যামেরা, 8 জিবি র্যাম (ভার্চুয়াল অন্তভুক্ত), Ella AI অ্যাসিস্ট্যান্ট, সার্কেল টু সার্চ, IP64 ওয়াটার রেজিস্ট্যান্স, ইত্যাদি। স্টাইলিশ লুকস ফোনটির অন্যতম ইউএসপি।
Tecno Spark Go 5G ভারতে 9,999 টাকায় লঞ্চ হয়েছে। এটি 4 জিবি র্যাম + 128 জিবি অনবোর্ড স্টোরেজ অফার করে। টেকনো একটাই ভেরিয়েন্ট এনেছে। ফোনটির সেল আগস্ট 21 থেকে সেল শুরু হবে। ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন। এটি স্কাই ব্লু, ইঙ্ক ব্ল্যাক, ও টার্কুইজ গ্রীন রঙের বিকল্পে উপলব্ধ।
Tecno Spark Go 5G এর সামনে 6.74 ইঞ্চি পাঞ্চ হোল ডিসপ্লে রয়েছে যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 260 পিপিআই পিক্সেল ডেনসিটি, ও HD+ (760x1,600 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করে। স্ক্রিনটি সর্বাধিক 700 নিট ব্রাইটনেস প্রদান করবে বলে জানানো হয়েছে। স্মার্টফোনটির স্ক্রিন টু বডি রেশিও 90:3 শতাংশ৷ এটি 7.99 মিমি স্লিম এবং ওজন 194 গ্রাম।
টেকনো স্পার্ক গো 5G ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 6400 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই 6 ন্যানোমিটার প্রসেসর 2.5 গিগাহার্টজের দু'টি কর্টেক্স A76 কোর এবং ছ'টি 2.5 গিগাহার্টজ ক্লক স্পিডের কর্টেক্স A55 কোর নিয়ে গঠিত। গ্রাফিক্সের জন্য ARM Mali G57 MC2 জিপিইউ রয়েছে। চিপটি 4 জিবি LPDDR4X র্যাম এবং 128 জিবি অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। র্যাম ভার্চুয়ালি 8 জিবি (4 জিবি + 4 জিবি) পর্যন্ত বৃদ্ধি করা যাবে।
ছবি এবং ভিডিয়ো তোলার জন্য, Tecno Spark Go 5G এর পিছনের প্যানেলে LED ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা আছে। সেলফি ও ভিডিয়ো চ্যাটের জন্য সামনের দিকে 5 মেগাপিক্সেল সিঙ্গেল সেলফি ক্যামেরা রয়েছে। ক্যামেরায় AIGC পোট্রেট, টাইম ল্যাপস, ডুয়াল ভিডিয়ো, প্যানোরামা, ইত্যাদি মোড পাবেন । ফোনটিতে মাইক্রোএসডি কার্ড স্লট সহ ডুয়াল সিম সাপোর্ট মিলবে।
Tecno Spark Go 5G ব্যবহারকারীরা 5 বছর পর্যন্ত ল্যাগ-মুক্ত পারফরম্যান্স পাবে বলে দাবি করেছে কোম্পানি। এতে টেকনোর নিজস্ব Ella AI অ্যাসিস্ট্যান্ট আছে যা বাংলা, হিন্দি, মারাঠি, গুজরাতি, তামিল সহ একাধিক ভারতীয় ভাষায় উত্তর দিতে সক্ষম। এছাড়া, এআই কল অ্যাসিস্ট্যান্ট, এআই অটো এন্সার, এবং এআই ভয়েসপ্রিন্ট নয়েজ সাপ্রেশন সহ বেশ কয়েকটি কৃৃৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর বৈশিষ্ট্য উপলব্ধ।
টেকনোর এই ফোনটি ওয়াইফাই বা ইন্টারনেট সংযোগ ছাড়াই কল করার সুবিধা দেবে। তবে এই বৈশিষ্ট্য শুধু টেকনোর দু'টি ফোনের মধ্যে কাজ করবে। এবং উভয় ফোনকে একটি নির্দিষ্ট দূরত্বের মধ্যে থাকতে হবে। নয়া হ্যান্ডসেটটির অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে 18W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 6,000mAh ব্যাটারি, Android 15 নির্ভর HiOS কাস্টম সফটওয়্যার, সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, IP64 জলরোধী কাঠামো, ও 4x4 MIMO সাপোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন