ব্যাকআপের সাহায্যে ডিলিট হয়ে যাওয়া WhatsApp চ্যাট ফিরে পাবার উপায় জেনে রাখুন।
Photo Credit: WhatsApp
WhatsApp চ্যাট অটোমেটিক ব্যাকআপের সুবিধা দেয়
WhatsApp এখন অনলাইনে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যমে পরিণত হয়েছে। প্রতি সেকেন্ডে লক্ষ লক্ষ মেসেজ, ছবি, ও ভিডিও চালাচালি চলে এই সমাজমাধ্যম প্ল্যাটফর্মে। ঘুম থেকে উঠে ঢুলুঢুলু নয়নে গুড মর্নিং বলা হোক বা ঘুমোতে যাওয়ার আগে ক্লান্তিভরা চোখে গুড নাইট —হোয়াটসঅ্যাপ যেন আমাদের নিত্যনৈমিত্তিক জীবনের অনুভূতি ও অভিজ্ঞতার লিখিত বিবরণ। কিন্তু সমস্য তখনই আসে যখন রোজনামচা থেকে প্রিয় বা দরকারী কিছু অসাবধনাবশত মুছে যায়। WhatsApp চ্যাটে বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডা, হাসি, ঠাট্টা, ইয়ার্কি ছাড়াও থাকতে পারে প্রিয় মানুষটার সঙ্গে মধুর স্মৃতি, অফিসের কাজের কোনও নথি বা রেকর্ড, অথবা কোনও গুরুত্বপূর্ণ ঘটনার প্রমাণ। ভুলবশত চ্যাট মুছে যেতে পারে অথবা নতুন করে অ্যাপ ইনস্টল করলে অনেক সময় পুরনো চ্যাট ফিরে পাওয়া যায় না। তবে এখন সহজ উপায়েই ডিলিট করা চ্যাট ফিরিয়ে আনা সম্ভব। Android ও iOS উভয় প্ল্যাটফর্মেই হোয়াটসঅ্যাপ সমান জনপ্রিয়। তাই দুই রকম স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য ডিলিট করা চ্যাট ফিরিয়ে আনার সহজ ব্যবস্থা রেখেছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মটি।
আমরা প্রতিদিন যে সব মেসেজ পাঠিয়ে থাকি, তার অটোমেটিক ব্যাকআপ নিয়ে রাখে হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারী অনুমতি দিলে, তাদের চ্যাট প্রতিদিন আইক্লাউড (iOS এর জন্য) এবং গুগল ড্রাইভে (Android এর জন্য) জমা হতে থাকে। যে কোনও স্মার্টফোনে এই পদ্ধতি ব্যবহার করে মুছে ফেলা চ্যাট সহজেই পুনরুদ্ধার করা যায়। প্রথমেই নিজের ডিভাইস থেকে হোয়াটসঅ্যাপ আনইনস্টল করুন। এরপর আপনাকে পুনরায় অ্যাপ ইনস্টল করতে হবে এবং আপনার ফোন নম্বর যাচাই করতে হবে।
অ্যাকাউন্ট সেটআপের সময়, আপনাকে ব্যাকআপ থেকে আপনার চ্যাটগুলি পুনরুদ্ধার করতে বলা হবে। সেখানে শুধু রিস্টোর অপশনে আঙুল চাপতে হবে। আইফোনের ক্ষেত্রেও পদ্ধতি একইরকম। এবার যদি আপনার ক্লাউড ব্যাকআপ চালু না থাকে, তাহলেও চ্যাট ফিরে পাওয়ার কাছে আরেকটি রাস্তা খোলা রয়েছে। হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড স্মার্টফোনে আমাদের চ্যাটের একটা লোকাল ব্যাকআপ নিয়ে রাখে। সেখান থেকেও মুছে ফেলা চ্যাট ফেরানো সম্ভব।
প্রথমে ডিভাইসের ফাইল ম্যানেজারে গিয়ে হোয়াটসঅ্যাপ ফোল্ডার খুঁজে বের করতে হবে। এরপর 'ডাটাবেস' ফোল্ডারে যেতে হবে। সেখানে আপনি যে ব্যাকআপ ফাইলটি রিকভার করতে চান তা চিহ্নিত করতে হবে (যেমন, msgstore-YYYY-MM-DD.1.db.crypt12)।এবার ফাইলটির নাম পাল্টে 'msgstore.db.crypt12' রাখুন। এরপর আপনাকে হোয়াটসঅ্যাপ আনইনস্টল করে পুনরায় ইনস্টল করতে হবে। সবশেষে সেটআপের সময় আপনার 'লোকাল ব্যাকআপ থেকে চ্যাট রিস্টোর' অপশন বেছে নিলেই কাজ হাসিল। তবে মনে রাখবেন, কেবলমাত্র Android ফোনেই এই সুবিধা রয়েছে।
উপরের পদ্ধতিগুলো ছাড়াও, থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে মুছে ফেলা হোয়াটসঅ্যাপ চ্যাট ফেরানোর আরও ব্যবস্থা আছে। তবে এই ধরনের অ্যাপগুলি ভরসাযোগ্য অ্যাপ্লিকেশন স্টোর থেকেই নামানো উচিত৷ নাহলে ম্যালওয়্যার বা ভাইরাস ঢুকে ফোনের দফারফা করে দিতে পারে৷ তাই নির্দিষ্ট করে আমরা কোনও অ্যাপের নাম উল্লেখ করছি না৷
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন