ডিলিট করা সমস্ত WhatsApp মেসেজ ফোনে দেখতে পাবেন, শুধু এই পদ্ধতি জেনে রাখুন

ব্যাকআপের সাহায্যে ডিলিট হয়ে যাওয়া WhatsApp চ্যাট ফিরে পাবার উপায় জেনে রাখুন।

ডিলিট করা সমস্ত WhatsApp মেসেজ ফোনে দেখতে পাবেন, শুধু এই পদ্ধতি জেনে রাখুন

Photo Credit: WhatsApp

WhatsApp চ্যাট অটোমেটিক ব্যাকআপের সুবিধা দেয়

হাইলাইট
  • ক্লাউড ব্যাকআপের সাহায্যে মুছে ফেলা WhatsApp চ্যাট পুনরুদ্ধার করা যায়
  • লোকাল ব্যাকআপের মাধ্যমেও ডিলিট করা চ্যাট ফেরানো যেতে পারে
  • থার্ড পার্টি অ্যাপের সাহায্যেও ডিলিট করা মেসেজ ফের পুনরুদ্ধার করতে পারেন
বিজ্ঞাপন

WhatsApp এখন অনলাইনে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যমে পরিণত হয়েছে। প্রতি সেকেন্ডে লক্ষ লক্ষ মেসেজ, ছবি, ও ভিডিও চালাচালি চলে এই সমাজমাধ্যম প্ল্যাটফর্মে। ঘুম থেকে উঠে ঢুলুঢুলু নয়নে গুড মর্নিং বলা হোক বা ঘুমোতে যাওয়ার আগে ক্লান্তিভরা চোখে গুড নাইট —হোয়াটসঅ্যাপ যেন আমাদের নিত্যনৈমিত্তিক জীবনের অনুভূতি ও অভিজ্ঞতার লিখিত বিবরণ। কিন্তু সমস্য তখনই আসে যখন রোজনামচা থেকে প্রিয় বা দরকারী কিছু অসাবধনাবশত মুছে যায়। WhatsApp চ্যাটে বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডা, হাসি, ঠাট্টা, ইয়ার্কি ছাড়াও থাকতে পারে প্রিয় মানুষটার সঙ্গে মধুর স্মৃতি, অফিসের কাজের কোনও নথি বা রেকর্ড, অথবা কোনও গুরুত্বপূর্ণ ঘটনার প্রমাণ। ভুলবশত চ্যাট মুছে যেতে পারে অথবা নতুন করে অ্যাপ ইনস্টল করলে অনেক সময় পুরনো চ্যাট ফিরে পাওয়া যায় না। তবে এখন সহজ উপায়েই ডিলিট করা চ্যাট ফিরিয়ে আনা সম্ভব। Android ও iOS উভয় প্ল্যাটফর্মেই হোয়াটসঅ্যাপ সমান জনপ্রিয়। তাই দুই রকম স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য ডিলিট করা চ্যাট ফিরিয়ে আনার সহজ ব্যবস্থা রেখেছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মটি।

ডিলিট করা WhatsApp চ্যাট ক্লাউড ব্যাকআপের সাহায্যে ফিরিয়ে আনার পদ্ধতি

আমরা প্রতিদিন যে সব মেসেজ পাঠিয়ে থাকি, তার অটোমেটিক ব্যাকআপ নিয়ে রাখে হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারী অনুমতি দিলে, তাদের চ্যাট প্রতিদিন আইক্লাউড (iOS এর জন্য) এবং গুগল ড্রাইভে (Android এর জন্য) জমা হতে থাকে। যে কোনও স্মার্টফোনে এই পদ্ধতি ব্যবহার করে মুছে ফেলা চ্যাট সহজেই পুনরুদ্ধার করা যায়। প্রথমেই নিজের ডিভাইস থেকে হোয়াটসঅ্যাপ আনইনস্টল করুন। এরপর আপনাকে পুনরায় অ্যাপ ইনস্টল করতে হবে এবং আপনার ফোন নম্বর যাচাই করতে হবে।

অ্যাকাউন্ট সেটআপের সময়, আপনাকে ব্যাকআপ থেকে আপনার চ্যাটগুলি পুনরুদ্ধার করতে বলা হবে। সেখানে শুধু রিস্টোর অপশনে আঙুল চাপতে হবে। আইফোনের ক্ষেত্রেও পদ্ধতি একইরকম। এবার যদি আপনার ক্লাউড ব্যাকআপ চালু না থাকে, তাহলেও চ্যাট ফিরে পাওয়ার কাছে আরেকটি রাস্তা খোলা রয়েছে। হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড স্মার্টফোনে আমাদের চ্যাটের একটা লোকাল ব্যাকআপ নিয়ে রাখে। সেখান থেকেও মুছে ফেলা চ্যাট ফেরানো সম্ভব।


ডিলিট করা WhatsApp চ্যাট লোকাল ব্যাকআপের সাহায্যে ফিরিয়ে আনার উপায়

প্রথমে ডিভাইসের ফাইল ম্যানেজারে গিয়ে হোয়াটসঅ্যাপ ফোল্ডার খুঁজে বের করতে হবে। এরপর 'ডাটাবেস' ফোল্ডারে যেতে হবে। সেখানে আপনি যে ব্যাকআপ ফাইলটি রিকভার করতে চান তা চিহ্নিত করতে হবে (যেমন, msgstore-YYYY-MM-DD.1.db.crypt12)।এবার ফাইলটির নাম পাল্টে 'msgstore.db.crypt12' রাখুন। এরপর আপনাকে হোয়াটসঅ্যাপ আনইনস্টল করে পুনরায় ইনস্টল করতে হবে। সবশেষে সেটআপের সময় আপনার 'লোকাল ব্যাকআপ থেকে চ্যাট রিস্টোর' অপশন বেছে নিলেই কাজ হাসিল। তবে মনে রাখবেন, কেবলমাত্র Android ফোনেই এই সুবিধা রয়েছে।

WhatsApp চ্যাট রিকভার করার আর কী উপায় আছে

উপরের পদ্ধতিগুলো ছাড়াও, থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে মুছে ফেলা হোয়াটসঅ্যাপ চ্যাট ফেরানোর আরও ব্যবস্থা আছে। তবে এই ধরনের অ্যাপগুলি ভরসাযোগ্য অ্যাপ্লিকেশন স্টোর থেকেই নামানো উচিত৷ নাহলে ম্যালওয়্যার বা ভাইরাস ঢুকে ফোনের দফারফা করে দিতে পারে৷ তাই নির্দিষ্ট করে আমরা কোনও অ্যাপের নাম উল্লেখ করছি না৷

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
ফেসবুকে শেয়ার করুন Gadgets360 Twitter Shareটুইট শেয়ার Snapchat রেডিট কমেন্ট

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. স্মার্টফোনকেও টেক্কা! OnePlus আনছে দুর্ধর্ষ ট্যাব, থাকবে Snapdragon 8 Elite 2 প্রসেসর
  2. 200 টাকার কম দামের রিচার্জ প্ল্যানে 30 জিবি ডেটা ও 28 দিনের ভ্যালিডিটি দিচ্ছে Vodafone Idea
  3. লঞ্চের আগেই Redmi 15C এর দাম ফাঁস, থাকবে 6,000mAh ব্যাটারি ও 50MP AI ক্যামেরা
  4. Lava Blaze Dragon চীনা স্মার্টফোনদের ঘুম কাড়বে, দাম হতে পারে 10,000 টাকার কম
  5. Samsung Galaxy F36 5G ভারতে লঞ্চ হল, দাম ও ফিচার্সে ক্রেতাদের মন জয় করে নেবে
  6. Lava Blaze Dragon 5G বাজার কাঁপাতে 25 জুলাই লঞ্চ হচ্ছে, কম দামে পাবেন 50MP AI ক্যামেরা
  7. 6,500mAh ব্যাটারি ও 90W ফাস্ট চার্জিং সহ দেশে আসছে Vivo V60, থাকবে নতুন অপারেটিং সিস্টেম
  8. Realme 15 5G হবে বাজার কাঁপানো ফোন, সস্তায় 50MP সেলফি ক্যামেরা, 7,000mAh ব্যাটারি পাবেন
  9. Realme 15 সিরিজের সঙ্গে একই দিনে লঞ্চ হচ্ছে Realme Buds T200, কিনবেন নাকি
  10. স্মার্টফোনের ক্যামেরায় এক নতুন যুগের ইঙ্গিত, Hasselblad-এর সাথে সম্পর্ক দৃঢ করল Oppo
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »