ইন্টারনেট দুনিয়ার নতুন সেনসেশন TikTok। এখানে যে কেউ 60 সেকেন্ড ভিডিও আপলোড করে জনপ্রিয় হতে পারেন। এটাই এই মুহূর্তে বিশ্বের অন্যতম জনপ্রিয় অ্যাপ। সাম্প্রতিক ইতিহাসে বিশ্বব্যাপী ডাউনলোডের নতুন রেকর্ড গড়েছে এই ভিডিও শেয়ারিং অ্যাপ। যে কোন ডায়ালগ অথবা গানের সঙ্গে ঠোঁট মিলিয়ে ভিডিও রেকর্ড করে TikTok-এ শেয়ার কয়ে জনপ্রিয় হচ্ছেন লক্ষ লক্ষ মানুষ। TikTok অ্যাপ থেকেই যে কোন ভিডিও ডাউনলোডের অপশন থাকলেও সেই ভিডিওতে TikTok লোগো ওয়াটারমার্ক থাকে। যদিও ওয়াটারমার্ক ছাড়া TikTok ভিডিও ডাউনলোড করার উপায় রয়েছে।
ওয়াটারমার্ক ছাড়া TikTok ভিডিও ডাউনলোড করতে পাবলিক অ্যাকাউন্ট থাকতে হবে। যে ব্যক্তি ভিডিও পোস্ট করেছেন তিনি অন্যদের ভিডিও ডাউনলোডের অনুমতি দিলেই TikTok থেকে ভিডিও ডাউনলোড করা যাবে।
iPhone ও Android গ্রাহকরা TikTok অ্যাপ থেকে যে কোন ভিডিও ডাউনলোড করতে নিচের পদ্ধতি অনুসরণ করুন:
এই উপায়ে TikTok ভিডিও ডাউনলোড করলে বিশাল ওয়াটারমার্ক থাকবে।
অফিশিয়াল অ্যাপ থেকে ডাউনলোড করা TikTok ভিডিওতে একটি বিশাল ওয়াটারমার্ক থাকে। যা অনেক সময় বিরক্তির কারণ হয়। এক নজরে ওয়াটারমার্ক ছাড়া TikTok ভিডিও ডাউনলোডের উপায় দেখে নিন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন