অনলাইনে বন্ধুদের সঙ্গে লুডো খেলবেন কীভাবে?

একাধিক লুডো গেম থাকলেও Ludo King -এর জনপ্রিয়তা আকাশছোঁয়া। লকডাউনের সময় এই গেমের জনপ্রিয়তা আরও বাড়ছে।

অনলাইনে বন্ধুদের সঙ্গে লুডো খেলবেন কীভাবে?

Android ও iOS ডিভাইসে Ludo King ইন্সটল করা যাবে

হাইলাইট
  • অনলাইন ও অফলাইনে Ludo King খেলা যাবে
  • লকডাউনে ঘরে বসে সময় কাটবে অনায়াসে
  • Android ও Apple ডিভাইসে এই গেম খেলা যাবে
বিজ্ঞাপন

ভারতের অন্যতম জনপ্রিয় বোর্ড গেম লুডো। অনলাইনে আজকাল একাধিক লুডো গেম থাকলেও Ludo King -এর জনপ্রিয়তা আকাশছোঁয়া। লকডাউনের সময় এই গেমের জনপ্রিয়তা আরও বাড়ছে। ঘরে বসে সময় কাটানোর অন্যতম উপায় হয়ে উঠছে এই গেম।

Android ও Apple ডিভাইসে এই গেম খেলা যায়। ঘরের সদস্যদের সঙ্গে যেমন এই গেম খেলা যায় তেমনই অনলাইনে অন্যান্য বন্ধুদের সঙ্গেও এই গেম খেলতে পারবেন। দেখে নিন অনলাইনে Ludo King খেলবেন কীভাবে?

অনলাইনে বন্ধুদের সঙ্গে Ludo King খেলবেন কীভাবে?

প্রথমেই সব বন্ধুর Android অথবা Apple ডিভাইসে Ludo King ইন্সটল করতে হবে। বিনামূল্যে Google Play StoreApp Store থেকে এই গেম ডাউনলোড করা যাবে।

  1. Android ডিভাইসে Play Store ও iOS ডিভাইসে App Store থেকে Ludo King ইন্সটল করুন।
  2. ইন্সটল করার পরে এই গেম ওপেন করে ‘log in as a guest' সিলেক্ট করুন। চাইলে আপনি ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে কানেক্ট করতে পারেন কিন্তু বন্ধুদের সঙ্গে এই গেম খেলা জন্য ফেসবুকের সঙ্গে অ্যাকাউন্ট কানেক্ট করা বাধ্যতামূলক নয়। এর পরে সেট আপ শেষ করুন।
  3. সেট আপ শেষ করার পরে গেমের মেইন মেনু দেখতে পাবেন। এখানে লুডো খেলা শুরু করতে পারেন। তবে চাইলে সেটিংস থেকে সাপ লুডো খেলার অপশন রয়েছে।
  4. দুরের বন্ধুদের সঙ্গে এই গেম খেলার জন্য ‘Play with Friends' সিলেক্ট করুন।
  5. পরের স্ক্রিনে নিজের রঙ পছন্দ করে ‘Create' ও ‘Join' অপশন দেখতে পাবেন। নতুন রুম তৈরি করতে ‘Create' সিলেক্ট করে একটি কোড জেনারেট করুন। এই কোড ব্যবহার করে বন্ধুরা আপনার সঙ্গে যোগ দিতে পারবেন। অন্য কোন বন্ধু ইতিমধ্যেই রুম ক্রিয়েট করে থাকলে কোড নিয়ে ‘Join' সিলেক্ট করে কড দিয়ে রুমে জয়েন করুন।
  6. বন্ধুদের সঙ্গে লুডো খেলবেন সেই বন্ধুদের যে কোন মেসেজিং অ্যাপ ব্যবহার করে এই কোড পাঠিয়ে দিন।
  7. সব বন্ধু যোগ দেওয়ার পরে খেলা শুরু করতে পারবেন।
  8. শুরু করার জন্য ডাইসে ট্যাপ করুন। গেমের মধ্যেই বন্ধুদের সঙ্গে চ্যাট করতে পারবেন। ‘chat bubble' সিলেক্ট করে মেসেজ টাইপ করে ‘Send' করে দিন।
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. ফুল চার্জ মাত্র 30 মিনিটে! ট্রিপল ক্যামেরার Realme ফোনের দাম 15,500 টাকা কমল
  2. Oppo Find X9 সিরিজ ভারতে নভেম্বর 18 লঞ্চ হচ্ছে, থাকবে 200MP ক্যামেরা ও 7,500mAh ব্যাটারি
  3. B by Lenskart: লেন্সকার্ট AI চশমা লঞ্চের ঘোষণা করল, চোখের ইশারায় হবে UPI পেমেন্ট
  4. Realme C85 5G নভেম্বরে ভারতে আসছে, সস্তায় 7,000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা পাবেন
  5. Oppo Reno 15 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, 200 মেগাপিক্সেল AI ক্যামেরায় বাজিমাত করবে
  6. Vivo S50 সিরিজের নয়া ফোন 90W ফাস্ট চার্জিং ও ট্রিপল ক্যামেরার সঙ্গে লঞ্চ হচ্ছে
  7. 27,000 টাকার বেশি ছাড়ে Samsung এর জনপ্রিয় স্মার্টফোন বিক্রি হচ্ছে, AI ফিচার্সে ভরপুর
  8. Realme GT 8 Pro স্মার্টফোনের লঞ্চ ডেট ভারতে ঘোষণা হল, লুকস, ক্যামেরা, ফিচার, সবকিছুতে সেরা!
  9. Oppo Reno 15 সিরিজের লঞ্চ ডেট ফাঁস, আসছে 200 মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে
  10. WhatsApp Romance Scam: হোয়াটঅ্যাপে প্রেম করতে গিয়ে 32 লক্ষ টাকা খোয়ালেন 63 বছরের বৃদ্ধ
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »