একাধিক লুডো গেম থাকলেও Ludo King -এর জনপ্রিয়তা আকাশছোঁয়া। লকডাউনের সময় এই গেমের জনপ্রিয়তা আরও বাড়ছে।
Android ও iOS ডিভাইসে Ludo King ইন্সটল করা যাবে
ভারতের অন্যতম জনপ্রিয় বোর্ড গেম লুডো। অনলাইনে আজকাল একাধিক লুডো গেম থাকলেও Ludo King -এর জনপ্রিয়তা আকাশছোঁয়া। লকডাউনের সময় এই গেমের জনপ্রিয়তা আরও বাড়ছে। ঘরে বসে সময় কাটানোর অন্যতম উপায় হয়ে উঠছে এই গেম।
Android ও Apple ডিভাইসে এই গেম খেলা যায়। ঘরের সদস্যদের সঙ্গে যেমন এই গেম খেলা যায় তেমনই অনলাইনে অন্যান্য বন্ধুদের সঙ্গেও এই গেম খেলতে পারবেন। দেখে নিন অনলাইনে Ludo King খেলবেন কীভাবে?
প্রথমেই সব বন্ধুর Android অথবা Apple ডিভাইসে Ludo King ইন্সটল করতে হবে। বিনামূল্যে Google Play Store ও App Store থেকে এই গেম ডাউনলোড করা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
NASA Pulls Out Artemis II Rocket to Launch Pad Ahead of Historic Moon Mission