রেডমির আসন্ন স্মার্টফোনের ব্যাটারি 9,000mAh হওয়া সত্ত্বেও, পুরুত্ব 8.55 মিলিমিটারের নিচে থাকবে বলে দাবি করা হয়েছে।
Photo Credit: Redmi
নতুন Redmi ফোনে সিলিকন কার্বন কম্পোজিটের একটি আপগ্রেড ভার্সন থাকতে পারে
7,000mAh ব্যাটারির সঙ্গে Redmi 15 5G যে ভারতে আগস্ট 19 লঞ্চ হচ্ছে, সেই খবর আমরা সকলেই জানি। কিন্তু এখন শোনা যাচ্ছে, Xiaomi একটি নতুন রেডমি স্মার্টফোনের উপর কাজ করছে যা 8,500mAh থেকে 9,000mAh ব্যাটারির সঙ্গে বাজারে আসবে। OnePlus, Honor, Vivo সহ চাইনিজ মোবাইল ফোন নির্মাতাদের মধ্যে উচ্চক্ষমতাসম্পন্ন ব্যাটারি যুক্ত হ্যান্ডসেট লঞ্চের প্রতিযোগিতা চলছে। এক সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, Honor এর আসন্ন স্মার্টফোনে 10,000mAh ব্যাটারি থাকতে পারে। তাই শাওমিও 9,000Mah পর্যন্ত ব্যাটারি যুক্ত ফোনের পরীক্ষা আরম্ভ করেছে। তবে সংস্থাটি প্রথাগত লিথিয়াম আয়ন প্রযুক্তির পরিবর্তে সিলিকন কার্বন রসায়ন ব্যবহার করছে বলে জানা গিয়েছে।
জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের সোশ্যাল মিডিয়া পোস্ট অনুসারে, একটি চাইনিজ স্মার্টফোন কোম্পানির সাব-ব্র্যান্ড এমন একটি ফোন তৈরি করতে পারে যা 8,500mAh থেকে 9,000mAh ক্ষমতার বড় ব্যাটারির সঙ্গে আসবে। সূত্রটি আকার-ইঙ্গিতে Xiaomi এর সহায়ক সংস্থা, Redmi এর কথাই বলতে চেয়েছে বলে অনুমান বিশেষজ্ঞদের।
শাওমি নতুন রেডমি ফোনটির হাই ক্যাপাসিটির ব্যাটারি তৈরির জন্য নিজস্ব প্রযুক্তি ব্যবহার করছে বলে জানা গিয়েছে, যা সিলিকন কার্বন কম্পোজিটের একটি আপগ্রেড সংস্করণ। উল্লেখ্য, সিলিকন কার্বন ব্যাটারিতে অ্যানোড হিসেবে গ্রাফাইটের পরিবর্তে সিলিকন এবং কার্বনের সংমিশ্রণ ব্যবহৃত হয়। এই ধরনের ব্যাটারির প্রধান সুবিধা হল এটি একই আকারের লিথিয়াম আয়ন ব্যাটারির চেয়ে বেশি শক্তি সঞ্চয় করতে পারে।
সিলিকন কার্বন প্রযুক্তির ব্যাটারি ছোট এবং হালকা হয়। এর ফলে, এই ধরনের ব্যাটারি যুক্ত ডিভাইসগুলি স্লিম ও কম্প্যাক্ট রাখা সম্ভব হচ্ছে। রেডমির জল্পনায় থাকা ফোনটির ব্যাটারি 8,500 থেকে 9,000mAh ব্যাটারি হওয়া সত্ত্বেও, পুরুত্ব 8.55 মিলিমিটারের নিচে থাকবে বলে দাবি করেছে ওই সূত্র। যদি খবরটি সত্য হয়, তাহলে এটাই রেডমি বা শাওমির ইতিহাসে সবচেয়ে বড় ব্যাটারি প্যাক হতে চলেছে।
প্রসঙ্গত, সম্প্রতি একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, শাওমি শীঘ্রই 8,000mAh ব্যাটারি প্যাকের সঙ্গে Redmi Turbo 5 Pro বাজারে আনতে পারে। এটি পূর্বসূরী Redmi Turbo 4 Pro এর 7,550mAh ব্যাটারির তুলনায় মেজর আপগ্রেড হতে চলেছে। ট্যাবলেটের মতো বড় ডিভাইসে বেশি ক্ষমতাসম্পন্ন ব্যাটারি দেখতে অভ্যস্ত আমরা। কিন্তু শুনলে অবাক হবেন, Honor Power 2 মডেলটি বিরাট 10,000mAh ব্যাটারি নিয়ে বাজারে আসছে। তবে এটি ঠিক কবে লঞ্চ হতে পারে তা এখনও অজানা।
রেডমি 15 5G ভারতে 7,000mAh কার্বন সিলিকন ব্যাটারির সঙ্গে লঞ্চ হবে বলে নিশ্চিত করা হয়েছে। এটি ফুল চার্জ করলে 23.5 ঘন্টা ইউটিউবে ভিডিয়ো দেখতে পারবেন। ব্যবহার করার 4 বছর পরেও ব্যাটারিটি তার মূল ক্ষমতার 80 শতাংশ ধরে রাখবে বলে দাবি করা হয়েছে। এটি 18W রিভার্স চার্জিং সাপোর্ট করবে। কোম্পানি আরও জানিয়েছে, 7,000mAh ব্যাটারির সবথেকে পাতলা মডেল হবে এটি। ফোনটি মাত্র 1 শতাংশ চার্জ অবস্থাতেও 13.5 ঘন্টা চালু থাকবে (স্ট্যান্ডবাই)।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন