Samsung Galaxy S26 Edge মডেলটি Galaxy S25 Edge এর থেকে 0.3 মিলিমিটার স্লিম হবে।
Photo Credit: Samsung
Samsung Galaxy S26 Edge বিদ্যমান Galaxy S25 Edge এর থেকে বড় ব্যাটারি পাবে
Samsung Galaxy S26 Edge সম্পর্কে আরও একটি চমকপ্রদ তথ্য সামনে এসেছে। এটি Galaxy S25 Edge মডেলের চেয়েও পাতলা হতে চলেছে বলে জানা গিয়েছে। ক্রেতাদের আকর্ষণ করতে বর্তমানে হালকা-পাতলা ফোন তৈরির দিকেই ঝুঁকছে নির্মাতারা। লেটেস্ট স্মার্টফোনগুলি কম থিকনেসের সঙ্গে লঞ্চ হতে দেখা যাচ্ছে। বিদ্যমান Galaxy S25 Edge স্লিক ডিজাইনের জন্য পরিচিত। এটি মাত্র 5.8 মিমি পুরু। আসন্ন Galaxy S26 Edge পূর্ববর্তী মডেলটির থেকেও স্লিম হবে। পাতলা ফোনে সাধারণত ছোট ব্যাটারি থাকে। কিন্তু Samsung Galaxy S26 Edge সিলিকন কার্বন ব্যাটারির সঙ্গে আসার থাকার কথা বলা হয়েছে। এর ফলে, পাতলা ফ্রেমের ভিতরে অপেক্ষাকৃত বেশি ক্ষমতার ব্যাটারি বসানো সম্ভব হবে।
টিপস্টার আইস ইউনিভার্স X (সাবেক টুইটার) পোস্টে দাবি করেছে, Samsung Galaxy S26 Edge মডেলটি 5.5 মিমি পুরু হবে। যদি এটি সত্য হয়, তাহলে ফোনটি তার পূর্বসূরী Galaxy S25 Edge এর চেয়েও পাতলা হবে। জানিয়ে রাখি, দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্টটির এই অত্যাধুনিক স্লিক স্মার্টফোনের থিকনেস 5.8 মিমি। আইস ইউনিভার্স আগেও ফোনটি খুব পাতলা হওয়ার ইঙ্গিত দিয়েছিল। তবে সেই সময় সঠিক পরিমাপ অজানা ছিল।
লেটেস্ট লিকটি স্যামসাং গ্যালাক্সি এস26 এজের ব্যাটারি থেকে কী আশা করা যায় তারও একটি ধারণা দিয়েছে। টিপস্টারের দাবি, ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি 4,200mAh ব্যাটারির সঙ্গে আসবে, যা এই বছরের গ্যালাক্সি এস এজ সিরিজের মডেলের তুলনায় উল্লেখযোগ্য আপগ্রেড। প্রসঙ্গত, এতে 3,900mAh ব্যাটারি পাওয়া যায়। ছোট ব্যাটারির জন্য সংস্থাটিকে সমালোচনার মুখে পড়তে হয়েছিল।
এদিকে, আরেকটি সূত্র ইঙ্গিত করেছে, আসন্ন ফোনটিতে 4,400mAh ক্যাপাসিটির ব্যাটারি থাকতে পারে। যদিও খবরটির সত্যতা আমরা নিশ্চিত করতে পারিনি। Galaxy S25 Edge লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করে। কিন্তু আসন্ন Samsung Galaxy S26 Edge সিলিকন-কার্বন প্রযুক্তির সঙ্গে আসবে। নতুন রসায়ন ফোনটির পাতলা শরীর ভিতরে একটি বড় ব্যাটারি রাখতে দেবে। এই কারণে থিকনেস আরও কিছুটা কমানো সম্ভব হবে।
রিপোর্ট বলছে, Samsung Galaxy S26 Edge মডেলে 50 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা লেন্স থাকতে পারে, যা এর পূর্বসূরী হ্যান্ডসেটটির 12 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরার থেকে উল্লেখযোগ্য আপগ্রেড।
বিদ্যমান Galaxy S25 Edge গত মে মাসে ভারতে লঞ্চ হয়েছিল। এতে কাস্টম Snapdragon 8 Elite চিপসেটের সঙ্গে 12GB LPDDR5X RAM এবং 256GB UFS 4.0 অনবোর্ড স্টোরেজ রয়েছে। ফোনটির সামনে 1,440×3,120 পিক্সেল রেজোলিউশন, 1 হার্টজ থেকে 120Hz পর্যন্ত অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, গরিলা গ্লাস সিরামিক 2 সুরক্ষা সহ 6.7-ইঞ্চি AMOLED ডিসপ্লে আছে। ফোনটি এখন অনলাইনে 1,16,999 টাকায় বিক্রি হচ্ছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন