Vivo V60 ভারতে Flipkart, Amazon, ও Vivo India ই-স্টোরের মাধ্যমে বিক্রি হবে বলে আশা করা হচ্ছে।
Photo Credit: Vivo
Vivo V60 এর প্রধান আকর্ষণ Zeiss-ব্র্যান্ডেড ক্যামেরা সিস্টেম
Vivo V60 ভারতে আর দুই দিন পরেই আসতে চলেছে। এই প্রিমিয়াম মিড-রেঞ্জ স্মার্টফোন আগস্ট 12 লঞ্চ হবে বলে ঘোষণা করেছে ভিভো। আসন্ন ফোনটির সম্পর্কে বেশ কিছু তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশও করা হয়েছে। Vivo V60 মডেলে Snapdragon 7 Gen 4 প্রসেসর ও 6,500mAh ব্যাটারি থাকবে বলে জানিয়েছে কোম্পানি। এতে Zeiss এর ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। পাশাপাশি, ইমেজিং ও প্রোডাক্টিভিটির জন্য বেশ কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) সমর্থিত টুলস থাকার কথাও নিশ্চিত করা হয়েছে। হ্যান্ডসেটটির ফিচার্সের পর এখন দাম প্রকাশ্যে চলে এসেছে।
যদিও ভিভো এখনও দাম সম্পর্কে কোনও মন্তব্য করেনি, কিন্তু জনপ্রিয় টিপস্টার অভিষেক যাদব Vivo V60 এর মূল্য ফাঁস করেছে। তাঁর মতে, হ্যান্ডসেটটির 8 জিবি র্যাম এবং 128 জিবি অনবোর্ড স্টোরেজ ভেরিয়েন্টের দাম ভারতে 37,000 টাকা হবে। এটি Flipkart, Amazon, ও Vivo India ই-স্টোরের মাধ্যমে বিক্রি হবে বলে আশা করা হচ্ছে। প্রসঙ্গত, পূর্বসূরী Vivo V50 ভারতে 34,999 টাকায় লঞ্চ করা হয়েছিল।
রিপোর্ট বলছে, Vivo V60 ফোনে 1.5K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেটের 6.67 ইঞ্চি AMOLED স্ক্রিন থাকতে পারে। টিজারের ছবি দেখে মনে হচ্ছে যে এটি কার্ভড প্যানেল। স্ক্রিনে একটি হোল-পাঞ্চ কাটআউট রয়েছে যেখানে সেলফি ক্যামেরা থাকবে। হ্যান্ডসেটটি IP68 + IP69 ধুলো এবং জল প্রতিরোধের রেটিং সহ আসবে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য স্মার্টফোনটির সামনে 50 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে বলে নিশ্চিত করা হয়েছে।
Vivo V60 এর পিছনের অংশে Zeiss-ব্র্যান্ডেড ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম থাকবে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন বা OIS সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা (Sony lMX766 সেন্সর), একটি 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স (Sony lMX882 সেন্সর) এবং একটি আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা নিয়ে গঠিত হবে। ক্যামেরা সিস্টেমটি জেইস মাল্টিফোকাল পোট্রেট,, 10X স্টেজ টেলিফটো, এআই ফোর সিজন পোট্রেট, ও ওয়েডিং Vlog মোডের মতো বৈশিষ্ট্য অফার করবে।
ভিভো ভি60 চলবে স্ন্যাপড্রাগন 7 জেন 4 চিপসেটে। কোম্পানি দাবি করেছে, এটি পূর্ববর্তী মডেলের তুলনায় CPU-তে 27 শতাংশ, GPU-তে 30 শতাংশ এবং গেমিং পারফরম্যান্সে 25 শতাংশ উন্নতি আনবে। স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক ফানটাচ ওএস 15 কাস্টম স্কিনের সাথে আসবে। হ্যান্ডসেটটি বেশ কয়েকটি এআই-সমর্থিত ফিচার্স পেতে চলেছে। এর মধ্যে রয়েছে জেমিনি লাইভ, এআই ক্যাপশন, এআই স্মার্ট কল অ্যাসিস্ট্যান্ট এবং এআই ম্যাজিক মুভ। এতে পাওয়ার ব্যাকআপের জন্য শক্তিশালী 6,500mAh ব্যাটারি পাওয়া যাবে। তবে চার্জিং স্পিড এখনও প্রকাশ করা হয়নি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন