Lava Blaze AMOLED 2 এর সামনে 120 হার্টজ এবং FHD+ রেজোলিউশনের 6.67 ইঞ্চি ডিসপ্লে রয়েছে।
Photo Credit: Lava
Lava Blaze AMOLED 2 ফেদার হোয়াইট ও মিডনাইট ব্ল্যাক রঙে পাওয়া যাবে
Lava Blaze AMOLED 2 সোমবার ভারতে আত্মপ্রকাশ করল। এই বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনের প্রধান আকর্ষণ প্রিমিয়াম ডিজাইন ও দুর্দান্ত পারফরম্যান্স। এটি 15,000 টাকার মধ্যে সবচেয়ে পাতলা মোবাইল ফোন বলে দাবি করেছে লাভা। ফোনটি মাত্র 7.55 মিমি পুরু এবং ওজন 174 গ্রাম। Lava Blaze AMOLED 2 এর বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে 120 হার্টজ রিফ্রেশ রেট যুক্ত অ্যামোলেড ডিসপ্লে, স্টেরিও স্পিকার, 12 জিবি পর্যন্ত র্যাম, আলাদা কুলিং চেম্বার, IP64 ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্স, স্টক Android 15 অপারেটিং সিস্টেম, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও Sony কোম্পানির প্রাইমারি রিয়ার ক্যামেরা।
Lava Blaze AMOLED 2 ভারতে 13,499 টাকায় লঞ্চ হয়েছে। এটি 6 জিবি র্যাম এবং 128 জিবি অনবোর্ড স্টোরেজ অফার করে। স্মার্টফোনটি ফেদার হোয়াইট ও মিডনাইট ব্ল্যাক রঙের বিকল্পে পাওয়া যাচ্ছে। আগস্ট 16 থেকে লাভার রিটেল আউটলেট ও Amazon-এর মাধ্যমে হ্যান্ডসেটটির সেল শুরু হবে। কোম্পানি নতুন লঞ্চ হওয়া ফোনটির জন্য বাড়িতেই বিক্রয় পরবর্তী পরিষেবা প্রদান করবে বলে ঘোষণা করেছে।
Lava Blaze AMOLED 2 এর সামনে 6.67 ইঞ্চি ডিসপ্লে রয়েছে। এটি একটি অ্যামোলেড প্যানেল যার রিফ্রেশ রেট 120 হার্টজ এবং রেজোলিউশন FHD+। নতুন ফোনটিতে MediaTek Dimensity 7060 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি 6 জিবি পর্যন্ত LPDDR5 র্যাম ও 128 জিবি পর্যন্ত UFS 3.1 স্টোরেজের সঙ্গে যুক্ত। এতে 12 জিবি ভার্চুয়াল র্যামের (6 জিবি + 6 জিবি) সাপোর্ট আছে।
লাভা ব্লেজ অ্যামোলেড 2 স্টক Android 15 অপারেটিং সিস্টেমে রান করে। এর অর্থ এতে ব্লোটওয়্যার জাতীয় সফটওয়্যার আগে থেকে ইনস্টল করা থাকবে না। ফলে ভাল পারফরম্যান্স ও সময়মতো আপডেট পাওয়া যেতে পারে। ফোনটি একটি মেজর অ্যান্ড্রয়েড OS আপগ্রেড এবং দুই বছরের সিকিউরিটি আপডেট পাবে বলে প্রতিশ্রুতি দিয়েছে কোম্পানি। পাওয়ার ব্যাকআপের জন্য 33W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,000mAh ক্ষমতার ব্যাটারি রয়েছে।
Lava Blaze AMOLED 2 এর পিছনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা (Sony IMX752 সেন্সর) এবং LED ফ্ল্যাশ রয়েছে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। সুরক্ষার জন্য ফোনটিতে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। এটি ধুলো ও জল প্রতিরোধের জন্য IP64 রেটিং অফার করে। লাভা ফোনটিতে স্টেরিও স্পিকার ও হিট ম্যানেজমেন্টের জন্য একটি ডেডিকেটেড কুলিং চেম্বার দিয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন