পড়াশোনা থেকে আঁকাআঁকি, পড়ুয়াদের শেখাতে বাজারে এল Lenovo Idea Tab

Lenovo Idea Tab একটি 7,040mAh ব্যাটারি পেয়েছে৷ এটি একবার চার্জে 12 ঘন্টা পর্যন্ত প্লেব্যাক টাইম প্রদান করবে বলে দাবি করা হয়েছে।

পড়াশোনা থেকে আঁকাআঁকি, পড়ুয়াদের শেখাতে বাজারে এল Lenovo Idea Tab

Photo Credit: Lenovo

Lenovo Idea Tab লুনা গ্রে রঙে উপলব্ধ

হাইলাইট
  • Lenovo Idea Tab এর সাথে স্টাইলাস পেন পাওয়া যায়
  • এই ট্যাবলেটে 7,040mAh ব্যাটারি রয়েছে
  • Lenovo Idea Tab চার বছর সফটওয়্যার আপডেট পাবে
বিজ্ঞাপন

Lenovo Idea Tab ভারতে লঞ্চ হল। একে বাজেট ট্যাব হিসেবেই দেশে এনেছে চীনা প্রযুক্তি সংস্থাটি। মডেলটির সঙ্গে বড় পাওনা হল স্টাইলাস পেনের সাপোর্ট। যাঁরা সৃজনশীল কাজে ট্যাবলেট ব্যবহার করেন, তাঁদের জন্য আদর্শ হতে চলেছে এটি। আঁকাআঁকি থেকে লেখা বা পড়াশোনা সবকিছুই আরামে করা যাবে বলে জানিয়েছে কোম্পানি। Lenovo Idea Tab এর উল্লেখযোগ্য ফিচার্সের মধ্যে রয়েছে 2.5K রেজোলিউশনের প্রাণবন্ত ডিসপ্লে, 7,040mAh ব্যাটারি, Dolby Atmos সাপোর্ট যুক্ত কোয়াড স্পিকার ইউনিট, লেনোভো এআই নোটস, গুগলের সার্কেল টু সার্চ, ইত্যাদি। ট্যাবলেটটি WiFi ও 5G ভেরিয়েন্টে এসেছে। 

Lenovo Idea Tab স্পেসিফিকেশন ও ফিচার্স

Lenovo Idea Tab মডেলটি Android 15 নির্ভর ZUI 17 কাস্টম অপারেটিং সিস্টেমে চলে। এতে দুটি OS আপগ্রেড এবং 2029 সাল পর্যন্ত 4 বছরের জন্য সিকিউরিটি প্যাচ পাওয়া যাবে। এর ফলে আপনার ট্যাবলেট দীর্ঘ সময়ের জন্য আপডেট এবং নিরাপদ থাকবে। ট্যাবের সামনে 11 ইঞ্চি IPS ডিসপ্লে রয়েছে যেটি 90 হার্টজ রিফ্রেশ রেট, 16:10 অ্যাসপেক্ট রেশিও, 500 নিট পিক ব্রাইটনেস, ও 2.5K (1,600×2,560 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করে।

লেনোভো আইডিয়া ট্যাব মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 চিপসেটের সঙ্গে এসেছে। এটি 8 জিবি LPDDR4x র‍্যাম এবং 256 জিবি অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। ছবি এবং ভিডিয়ো তোলার জন্য, ট্যাবলেটের পিছনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর রয়েছে। সামনের দিকে ভিডিও কলিং এবং সেলফি তোলার জন্য 5 মেগাপিক্সেল সেন্সর রয়েছে। ডিভাইসটিতে ডলবি অ্যাটমস টিউনিং সহ কোয়াড স্পিকার বর্তমান।

Lenovo Idea Tab একটি 7,040mAh ব্যাটারি পেয়েছে৷ এটি 20 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। একবার চার্জে ব্যাটারিটি 12 ঘন্টা পর্যন্ত প্লেব্যাক টাইম প্রদান করবে বলে দাবি করা হচ্ছে। ট্যাবলেটটি অপশনাল কীবোর্ড, লেনোভো ট্যাব পেন এবং লেনোভো ট্যাব পেন প্লাস-এর সঙ্গে কেনা যেতে পারে। ডিভাইসটির ওজন 480 গ্রাম।।

লেনোভোর নতুন ট্যাবলেটে গুগলের সার্কেল টু সার্চের মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত বৈশিষ্ট্য আছে। এছাড়া, লেনোভোর ইনস্ট্যান্ট ট্রান্সলেট ফিচার রিয়েল টাইমে অনুবাদ করতে দেয় ও এআই নোটস বৈশিষ্ট্যও সমর্থন করে। ট্যাবটির টার্বোসিস্টেম প্রতিটি ট্যাপ এবং সুইচের মাধ্যমে আপনাকে সহজে মাল্টিটাস্কিং করতে সাহায্য করবে। স্ক্রিনে একাধিক অ্যাপ 19 শতাংশ দ্রুত গতিতে খুলবে।

ভারতে Lenovo Idea Tab এর দাম

Lenovo Idea Tab ভারতে দু'টি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ যুক্ত WiFi + Pen এর দাম 17,999 টাকা। অন্যদিকে, স্টাইলাস Pen সহ একই পরিমাণ র‍্যাম + স্টোরেজের 5G ভেরিয়েন্টটির মূল্য 20,999 টাকা।  ট্যাবলেটটি বর্তমানে লেনোভো ইন্ডিয়া ওয়েবসাইট ও অ্যামাজনের মাধ্যমে ভারতে বিক্রি হচ্ছে। এটি ই-কমার্স প্ল্যাটফর্মে লুনা গ্রে রঙে লিস্টেড হয়েছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
ফেসবুকে শেয়ার করুন Gadgets360 Twitter Shareটুইট শেয়ার Snapchat রেডিট কমেন্ট

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. পড়াশোনা থেকে আঁকাআঁকি, পড়ুয়াদের শেখাতে বাজারে এল Lenovo Idea Tab
  2. Samsung ইউজারদের জন্য সুখবর, এই তারিখে পাবেন Android 16 ও One UI 8 আপডেট
  3. Infinix GT 30 5G+ ভারতে 64 মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে লঞ্চ হল, সঙ্গে 2,999 টাকার উপহার বিনামূল্যে
  4. 8,000mAh ব্যাটারি ও 16 জিবি র‍্যামের সঙ্গে বাজার কাঁপিয়ে লঞ্চ হল iQOO Z10 Turbo+ 5G
  5. অসম্ভবকে সম্ভব করবে চ্যাটজিপিটি, বিশ্বের সবচেয়ে শক্তিশালী AI মডেল GPT-5 প্রকাশ করে চমকে দিল OpenAI
  6. Samsung Galaxy A17 5G অবশেষে দুর্দান্ত অ্যামোলেড স্ক্রিন ও 50MP ক্যামেরার সাথে বাজারে এল
  7. Amazon Great Freedom Festival Sale: হেডফোনে 13,000 টাকা ছাড়, কিনুন 2,599 টাকাতেই
  8. সবচেয়ে সস্তায় 7,000mAh ব্যাটারির ফোন, অবিশ্বাস্য দামে আসছে Poco M7 Plus 5G
  9. ফলোয়ার বৃদ্ধির হাতছানি, Instagram এর নতুন ফিচার্স কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বড় জ্যাকপট
  10. Amazon Great Freedom Festival Sale: Samsung-এর জনপ্রিয় ফোনের দাম কমল
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »