Honor X7c 5G চলবে Qualcomm Snapdragon 4 Gen 2 প্রসেসরে, যা 4 ন্যানোমিটার প্রসেসিং নোডের উপর ভিত্তি করে নির্মিত।
Photo Credit: Honor
Honor X7c 5G ফরেস্ট গ্রিন এবং মুনলাইট হোয়াইট রঙে আসবে
গত বছর আর্ন্তজাতিক বাজারে লঞ্চ হওয়া Honor X7c 5G এই মাসেই ভারতে আসছে। সংস্থাটির পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। ফোনটির ভারতীয় ভেরিয়েন্টে গ্লোবাল মডেলের বেশ কিছু ফিচার দেখা যেতে পারে। ইতিমধ্যেই কালার অপশন, ডিসপ্লে, ব্যাটারি, ক্যামেরা, এবং স্টোরেজ সংক্রান্ত তথ্য সামনে এসেছে। স্মার্টফোনটির মধ্যে 60,000টি অথবা তার বেশি ছবি স্টোর করা যাবে বলে দাবি করা হয়েছে। Honor X7c 5G এর অন্যান্য ফিচার্সের মধ্যে মিলবে IP64 রেটিং, SGS ড্রপ রেজিস্ট্যান্স সার্টিফিকেশন, 120Hz রিফ্রেশ রেট, 300 শতাংশ হাই-ভলিউম মোড সহ ডুয়াল স্টেরিও স্পিকার সেটআপ, ইত্যাদি।
সংস্থাটি বৃহস্পতিবার ঘোষণা করেছে যে, Honor X7c 5G ভারতে আগস্ট 18 লঞ্চ হবে। স্মার্টফোনটি শুধুমাত্র Amazon-এর মাধ্যমে দেশে কিনতে পাওয়া যাবে। এটি ফরেস্ট গ্রিন এবং মুনলাইট হোয়াইট রঙে বিক্রি হবে। উল্লেখ্য, ডিভাইসটি 2024 সালের অক্টোবরে বেশ কয়েকটি গ্লোবাল মার্কেটে উন্মোচিত হয়েছিল।
Honor X7c 5G এর সামনে 6.8 ইঞ্চি ফুল-এইচডি প্লাস ডিসপ্লে থাকবে যা 120 হার্টজ রিফ্রেশ রেট ও 850 নিট পিক ব্রাইটনেস সমর্থন করবে। ধুলো এবং জল থেকে রক্ষা করার জন্য ফোনটিতে IP64 রেটিংও থাকবে। এটি Qualcomm Snapdragon 4 Gen 2 প্রসেসরে চলবে, যা 4 ন্যানোমিটার প্রসেসিং নোডের উপর ভিত্তি করে নির্মিত। হ্যান্ডসেটটি Android 15-নির্ভর MagicOS 8.0 কাস্টম সফটওয়্যার দ্বারা পরিচালিত হবে।
অনার এক্স7সি 5G স্মার্টফোনে ফোনে 8 জিবি র্যাম ও 256 জিবি UFS 3.1 অনবোর্ড স্টোরেজ পাওয়া যাবে। বেশি ইন্টারনাল স্টোরেজ থাকার কারণে 60,000 অথবা বা তার বেশি ছবি স্টোর করা দেবে বলে দাবি করেছে সংস্থাটি। আবার সঙ্গে 8 জিবি ভার্চুয়াল র্যামের সাপোর্ট রয়েছে। এতে আরও ভাল করে শোনার জন্য 300 শতাংশ হাই-ভলিউম মোড সহ ডুয়াল স্টেরিও স্পিকার সেটআপ রেখেছে অনার।
ছবি ও ভিডিও তোলার জন্য, Honor X7c 5G-তে 50 মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা থাকছে। ফোনটি এআই ইমেজিং এবং এডিটিং ফিচার সাপোর্ট করবে, যার মধ্যে এআই মোশন সেন্সরও মিলবে। উল্লেখ্য, গ্লোবাল ভেরিয়েন্টে 108 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ এবং 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে।
Honor X7c 5G ফোনটিতে 35W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,200mAh ব্যাটারি থাকবে বলে জানানো হয়েছে। এটি 24 ঘন্টা অনলাইন স্ট্রিমিং, 18 ঘন্টা অনলাইন শর্ট ভিডিও, 59 ঘন্টা মিউজিক প্লেব্যাক ও 46 ঘন্টা পর্যন্ত ভয়েস কলিং টাইম অফার করবে বলে দাবি করেছে অনার। একটি আল্ট্রা পাওয়ার-সেভিং মোডও থাকবে, যার মাধ্যমে 2 শতাংশ চার্জ অবশিষ্ট থাকলেও 75 মিনিট ধরে একটানা ফোনে কথা করতে পারবেন।
জানিয়ে রাখি, আজারবাইজানে, Honor X7c 5G এর 6 জিবি +128 জিবি এবং 8 জিবি +256 জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ভারতীয় মুদ্রায় যথাক্রমে প্রায় 17,000 টাকা এবং 20,200 টাকা। ফোনটি এই দেশে কেমন দামে লঞ্চ হয় সেটাই এখন দেখার বিষয়।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Supermoon and Geminid Meteor Shower 2025 Set to Peak Soon: How to See It
Flipkart Buy Buy 2025 Sale Date Announced; Discounts on iPhone 16, Samsung Galaxy S24, and More Expected