Flipkart Minutes এর মাধ্যমে অর্ডার করার 10 মিনিটের মধ্যে Oppo K13 Turbo Pro 5G ডেলিভারি পাবেন।
Photo Credit: Oppo
Oppo K13 Turbo Pro 5G ইন-বিল্ট কুলিং ফ্যানের সঙ্গে এসেছে
Oppo K13 Turbo Pro 5G এর সেল আজ (আগস্ট 15) থেকে ভারতে শুরু হল। গেমিং স্মার্টফোনটি সোমবার স্ট্যান্ডার্ড Oppo K13 Turbo 5G এর সঙ্গে লঞ্চ হয়েছিল। এগুলি এগুলি ভারতের প্রথম স্মার্টফোন যা কুলিং ফ্যান সমেত এসেছে। এতে সেন্ট্রিফিউগাল ফ্যান রয়েছে যার কাজ অভ্যন্তরের গরম বাতাস বাইরে পাঠিয়ে অভ্যন্তর শীতল রাখা। Oppo K13 Turbo Pro 5G কিনলে আজ 3,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। ফোনটির অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে 7,000 বর্গমিমি ভেপার কুলিং চেম্বার কুলিং চেম্বার, ফ্ল্যাগশিপ Qualcomm প্রসেসর, 7,000Mah ব্যাটারি, ডুয়াল স্টেরিও স্পিকার, পার্সোনাল গেমিং অ্যাসিস্ট্যান্ট, টপ-গ্রেড ওয়াটারপ্রুফ সিস্টেম, ইত্যাদি।
Oppo K13 Turbo Pro 5G এর দাম ভারতে 37,999 টাকা থেকে শুরু হচ্ছে যা 8 জিবি র্যাম + 256 জিবি অনবোর্ড স্টোরেজ অফার করে। অন্যদিকে, 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 39,999 টাকা। ফোনটি ফ্লিপকার্ট ই-কমার্স সাইটে মিডনাইট ম্যাভেরিক, পার্পল ফ্যান্টম ও সিলভার নাইট রঙে বিক্রি হচ্ছে। পাশাপাশি, Oppo India ই-স্টোর এবং বড় শোরুম থেকেও কেনা যাবে। Flipkart Minutes এর মাধ্যমে গ্রাহকরা 10 মিনিটের মধ্যে ডেলিভারি পাবেন বলে জানানো হয়েছে।
Oppo K13 Turbo Pro কিনলে গ্রাহকরা 3,000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেতে পারেন। এই অফার ডেবিট এবং ক্রেডিট কার্ডের পাশাপাশি Axis Bank, Bank of Baroda, DBS Bank, Federal Bank, HDFC Bank, IDFC First Bank ও State Bank of India সহ বড় ব্যাঙ্কগুলির EMI লেনদেনের জন্য প্রযোজ্য। ছাড় যোগ করলে ফোনটির কার্যকর মূল্য যথাক্রমে 34,999 টাকা এবং 36,999 টাকায় নেমে আসবে।
Oppo K13 Turbo Pro 5G এর সামনে 6.80 ইঞ্চি AMOLED ডিসপ্লে রয়েছে যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন (1,280x2,800 পিক্সেল), 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ও 1,600 নিট পিক ব্রাইটনেস সমর্থন করে। ফোনটি Snapdragon 8s Gen 4 চিপসেট দ্বারা পরিচালিত। এতে অত্যাধুনিক অ্যাক্টিভ ও প্যাসিভ হিট ম্যানেজমেন্ট সিস্টেম বর্তমান।
ওপ্পো কে13 টার্বো প্রো 5G এর পিছনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর আছে। সেলফি এবং ভিডিও কলের জন্য সামনে একটি 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। এতে বাইপাস চার্জিং এবং 80W চার্জিং সাপোর্ট সহ 7,000mAh ব্যাটারি পাওয়া যায়। নতুন ফোনটিতে IPX6, IPX8 ও IPX9 ওয়াটার রেজিস্ট্যান্স ও ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
উল্লেখ্য, বেস মডেল অর্থাৎ Oppo K13 Turbo 5G এর বিক্রি 18 আগস্ট থেকে শুরু হবে। ফোনটির 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 27,999 টাকা। এটি 8 জিবি + 256 জিবি ভার্সনেও উপলব্ধ যার মূল্য 29,999 টাকা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন