দুর্দান্ত খবর, আবার এসে গেছে অ্যামাজন ফ্রিডম ফেস্টিভল। এটি হতে চলেছে আগামী 6 আগস্ট থেকে 11 আগস্ট পর্যন্ত।

দুর্দান্ত অফারের সাথে এসে গেছে অ্যামাজন ফ্রিডম ফেস্টিভল 2024। অবিশ্বাস্য ছাড়ের সাথে পেয়ে যাচ্ছেন সমস্ত জিনিসপত্র।

দুর্দান্ত খবর, আবার এসে গেছে অ্যামাজন ফ্রিডম ফেস্টিভল। এটি হতে চলেছে আগামী 6 আগস্ট থেকে 11 আগস্ট পর্যন্ত।
হাইলাইট
  • ভারতীয় সময় অনুযায়ী 6 আগস্ট রাত 12 টায় শুরু হয়ে গেছে অ্যামাজন গ্রেট
  • এই সেলের মাধ্যমে গ্রাহকরা অতিরিক্ত ব্যাঙ্ক অফারও পেতে পারেন।
  • কম দামে, দূর্দান্ত অফার দেওয়া হচ্ছে যে কোনো ধরনের পণ্যে।
বিজ্ঞাপন

শুরু হয়ে গেলো 2024 সালের সব থেকে বড় সেল - অ্যামাজন গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল 2024। এই সেলের মাধ্যমে এক চেটিয়া ডিলের সাথে ,নানা রকমের মডার্ন এবং ব্যবহৃত জিনিস পত্র কিনতে পারবেন ক্রেতারা। যেমন বাড়ির আসবাবপত্র, অত্যাধুনিক ইলেকট্রনিক গ্যাজেট, রোজকার ফ্যাশন জাতীয় প্রোডাক্ট এবং আরও অনেক কিছু। এই সমস্ত কিছু উল্ল্যেখযোগ্য ছাড়ের সাথে বিক্রয় হচ্ছে অ্যামাজনের সুপার সেলে। এখনকার দিনে বিক্রয়ের সব চেয়ে আকর্ষণীয় বস্তু হলো মোবাইল ফোন। যেটি প্রতিদিনের সঙ্গী। সেই সমস্ত স্মার্ট ফোনও পাওয়া যাচ্ছে অসাধারন ছাড়ের সাথে। যেমন - স্যামসাং, অ্যাপেল, ওয়ান প্লাস, মটোরোলা ইত্যাদি কোম্পানীর ফোনগুলোতে অবিশ্বাস্য দামে ছাড় পেতে চলেছেন এই উৎসবের মাধ্যমে।

ক্রেতারা তাদের কার্ড ব্যাবহার করে বিভিন্ন জিনিসের উপর উল্লেখযোগ্য ছাড় পেতে পারেন। যেমন SBI গ্রাহকরা তাদের ক্রেডিট কার্ডের মাধ্যমে 10% পর্যন্ত ছাড় পেতে পারেন। EMI এর ক্ষেত্রে এটি প্রযোজ্য।
এছাড়াও অ্যামাজন পে ব্যবহারকারী ক্রেতারা বিভন্ন ক্যাশ ব্যাক অফার পেতে পারেন। এতে তুলনামূলক ভাবে যে কোনো জিনিস কম দামে কিনতে পারবেন।

এই ফ্রিডম ফেস্টিভ্যাল সেলটি চলবে আগামী 11 ই আগস্ট পর্যন্ত।

Product Name Launch Price Effective Sale Price
Tecno Phantom V Fold Rs. 88,888 Rs. 53,999
iPhone 13 Rs. 79,900 Rs. 47,900
Motorola Razr 40 Ultra Rs. 89,999 Rs. 45,999
OnePlus 12R Rs. 42,999 Rs. 39,999
iQoo Neo 9 Pro 5G Rs. 39,999 Rs. 31,999
Honor 200 Rs. 39,999 Rs. 29,999
OnePlus Nord 4 5G Rs. 29,999 Rs. 27,999
Realme GT 6T 5G Rs. 30,999 Rs. 25,999
Samsung Galaxy S21 FE 2023 Rs. 49,999 Rs. 24,999
OnePlus Nord CE 4 Rs. 24,999 Rs. 21,999
OnePlus Nord CE 4 Lite Rs. 19,999 Rs. 16,999
iQoo Z9 5G Rs. 19,999 Rs. 16,999
Lava Blaze X Rs. 16,999 Rs. 13,249
iQoo Z9 Lite 5G Rs. 10,499 Rs. 9,999
Realme Narzo N61 Rs. 8,499 Rs. 6,999

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Gadgets 360 Staff রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Realme C85 5G কাল ভারতে আসছে, এত সস্তায় 144Hz ডিসপ্লে, 7,000mAh ব্যাটারির ফোন বিশ্বাস হবে না
  2. Oppo A6x স্মার্টফোনের দাম ফাঁস, সস্তায় 6,500mAh ব্যাটারির সঙ্গে ভারতে লঞ্চ হবে
  3. বাজেট ফোন Redmi 15C 5G ডিসেম্বরে ভারতে আসছে, লঞ্চ ডেট ঘোষণা হল, দাম কত হবে জেনে নিন
  4. Xiaomi 17 Ultra দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে বাজারে আসছে, DSLR যুগ কি শেষ?
  5. Nothing Phone 3a Lite স্টাইলিশ লুকস ও স্মার্ট ফিচার্স নিয়ে কম দামে ভারতে লঞ্চ হল
  6. এত কম দামে ফোল্ডেবল ফোন! 60,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে Samsung Galaxy Z Fold 6
  7. Redmi 15C এর দাম ভারতে আসার আগেই ফাঁস, কম দামে 6,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা থাকবে
  8. Realme P4x ডিসেম্বর 4 লঞ্চ হচ্ছে, থাকবে 144Hz ডিসপ্লে ও 7,000mAh ব্যাটারি, 120 FPS-এ গেম খেলা যাবে
  9. Poco F8 Pro ও Poco F8 Ultra বাজার কাঁপিয়ে লঞ্চ হল, প্রসেসর, ক্যামেরা, এবং ফিচার্সে চমক
  10. iQOO 15 ভারতে 100W ফাস্ট চার্জিং, 16GB র‍্যাম ও 100x জুম ক্যামেরা সহ লঞ্চ হল, দাম জেনে নিন
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »