Realme P4 5G সিরিজ আগস্ট 20 ভারতে আসছে। এই সিরিজের অধীনে Realme P4 5G এবং Realme P4 Pro 5G লঞ্চ হবে।
Photo Credit: Realme
Realme P4 Pro 5G-তে 50 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা থাকবে
Realme P4 5G সিরিজ আগস্ট 20 ভারতে আসছে। এই সিরিজের অধীনে Realme P4 5G এবং Realme P4 Pro 5G লঞ্চ হবে। রিয়েলমি ইতিমধ্যেই স্মার্টফোন দু'টির বিভিন্ন ফিচার্স প্রকাশ করেছে। ডিসপ্লে, ব্যাটারি, প্রসেসর, চার্জিং, থেকে শুরু করে প্রচুর স্পেসিফিকেশন সামনে এসেছে। এখন বাকি থাকা ক্যামেরা সিস্টেম সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে সংস্থাটি। সেই প্রসঙ্গে আসার আগে জানিয়ে রাখি, Realme P4 5G ও P4 Pro 5G উভয় মডেলেই 144Hz রিফ্রেশ রেট সহ হাইপারগ্লো অ্যামোলেড ডিসপ্লে, 7,000mAh ব্যাটারি, 80W ফাস্ট চার্জিং, ও 7,000 বর্গমিমি এয়ারফ্লো ভেপার চেম্বার কুলিং ইউনিট থাকবে।
চীনা ব্র্যান্ডটি জানিয়েছে, Realme P4 Pro 5G ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে আসবে। এতে মেইন ক্যামেরা হিসেবে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেলের Sony IMX896 সেন্সর থাকবে। আর সামনে একটি 50 মেগাপিক্সেল OV50D সেলফি ক্যামেরা মিলবে। ফোনটি 60 ফ্রেম প্রতি সেকেন্ডে 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম হবে। আবার এটি 30 ফ্রেম প্রতি সেকেন্ডে 4K রেজোলিউশনের HDR ভিডিও রেকর্ড করতে পারবে।
রিয়েলমি জানিয়েছে, প্রো মডেল উন্নত হাইপারশট আর্কিটেকচার দিয়ে সজ্জিত, যার সাথে আল্ট্রা স্টেডি ভিডিও এবং এআই মোশন স্ট্যাবিলাইজেশন থাকবে। এআই স্ন্যাপ মোডে শুটিং করার সময় এআই ট্র্যাভেল স্ন্যাপ এবং এআই ল্যান্ডস্কেপ ফিচারও অফার করবে আসন্ন স্মার্টফোনটি।
অন্যদিকে, স্ট্যান্ডার্ড Realme P4 5G ফোনের পিছনে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স রয়েছে। ফোনটি 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। এতে প্রো ভেরিয়েন্টের মতো AI ক্যামেরা ফিচার থাকবে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে একটি 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।
স্ট্যান্ডার্ড রিয়েলমি P4 5G ফোনে 6.77 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে থাকবে যা FHD রেজোলিউশন, 144 হার্টজ রিফ্রেশ রেট, HDR10+ এবং 4,500 নিট পর্যন্ত সর্বাধিক ব্রাইটনেস অফার করবে। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 আলট্রা 5G প্রসেসর থাকবে। ফোনটি 7,000mAh টাইটান ব্যাটারির সঙ্গে আসবে যা 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সঙ্গে রিভার্স চার্জিং, AI স্মার্ট চার্জিং ও বাইপাস চার্জিং সুবিধা মিলবে।
অন্যদিকে, আরও প্রিমিয়াম রিয়েলমি P4 প্রো 5G ফোনে 6,500 নিট লোকাল পিক ব্রাইটনেস এবং 4,320 হার্টজ হাই-ফ্রিকোয়েন্সি ডিমিং সহ অ্যামোলেড ডিসপ্লে মিলবে। এতে Snapdragon 7 Gen 4 চিপ ও HyperVision AI GPU দেওয়া হবে। স্ট্যান্ডার্ড মডেলের মতো, 7,000mAh ব্যাটারি থাকবে যা 80W চার্জিং সাপোর্ট করবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
NASA Says the Year 2025 Almost Became Earth's Hottest Recorded Year Ever
Civilization VII Coming to iPhone, iPad as Part of Apple Arcade in February