ফাস্ট্যাগ বার্ষিকপাসের মাধ্যমে ব্যক্তিগত গাড়ি চালকদের 7,000 টাকা সাশ্রয় হবে।
Photo Credit: FASTag
FASTag Annual Pass জাতীয় মহাসড়ক ও জাতীয় এক্সপ্রেসওয়েতে বৈধ
FASTag বারবার রিচার্জ করার ঝামেলা থেকে অবশেষে মুক্তি। আর 1 দিন পরেই উদযাপিত হবে ভারতের 79তম স্বাধীনতা দিবস। পেশার তাগিদে নিয়মিত যাঁদের গাড়ি নিয়ে জাতীয় সড়কে বেরোতে হয়, তাঁদের সুবিধার্থে ও টোল প্লাজায় যানজট কমাতে দেশজুড়ে আগস্ট 15 থেকে চালু হচ্ছে ফাস্ট্যাগের বার্ষিক পাসের ব্যবস্থা। একবার খরচ করে পাস কিনলে টোল প্লাজ়া দিয়ে বছরে 200 বার যাতায়াত করতে পারবে ব্যক্তিগত চার চাকা গাড়ির চালকরা। পাস সক্রিয় করার দিন থেকে এক বছর পর্যন্ত তার মেয়াদ থাকবে। কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি ফাস্ট্যাগ বার্ষিক পাস সম্পর্কে বলেছেন, "আপনি মাত্র 15 টাকা খরচে টোল প্লাজা পার হতে পারবেন।" Gadgets 360 বাংলার এই প্রতিবেদনে ফাস্ট্যাগ অ্যানুয়াল পাসের দাম ও সুবিধা থেকে শুরু করে কীভাবে কিনবেন তার বিস্তারিত তথ্য দেওয়া হল।
কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক (MoRTH) জানিয়েছে যে, আগস্ট 15, শুক্রবার অর্থাৎ আগামীকাল থেকে সারা দেশে কার্যকর হচ্ছে ফাস্ট্যাগ অ্যানুয়াল পাস। বার্ষিক পরিষেবা নিতে খরচ 3,000 টাকা ও এটি 200টি ট্রিপ পর্যন্ত অথবা সক্রিয়করণের তারিখ থেকে এক বছর পর্যন্ত ভ্যালিড থাকবে। যাত্রাপথে কোনও টোল প্লাজা একবার অতিক্রম করলে একটি ট্রিপ হিসাবে গণনা করা হবে। সুতরাং, বার্ষিক পাস 200টি টোল প্লাজা অতিক্রম করার জন্য প্রযোজ্য হবে।
ক্লোজড টোলিং ফি প্লাজার ক্ষেত্রে এন্ট্রি ও এক্সিট একটি ট্রিপ হিসেবে গণ্য করা হবে। এক বছর বা টোল লিমিট পেরিয়ে গেলে ফাস্ট্যাগ নতুন করে রিচার্জ করতে হবে। অ-বাণিজ্যিক ব্যক্তিগত গাড়ি চালকরাই সুবিধাটি পাবেন। বাণিজ্যিক যানবাহনের জন্য চালু হবে কিনা তা জানা যায়নি। অনেক সময় দেখা যায়, ফাস্ট্যাগে পর্যাপ্ত ব্যালেন্স নেই। ফলে টাকা দিতে দেরি হওয়ার কারণে টোল প্লাজার লাইন লম্বা হতে থাকে। বার্ষিক পাস সেই ঝামেলা কমিয়ে সফর আরও মসৃৃণ করবে। পাশাপাশি, আর্থিক দিক থেকেও সাশ্রয় হবে।
আপনি 3000 টাকায় ফাস্ট্যাগ বার্ষিক পাসের মাধ্যমে 200 বার যাত্রার সুযোগ পাবেন। এই হিসাবে একবার টোল প্লাজা অতিক্রম করতে আপনার প্রতি টোলে মাত্র 15 টাকা খরচ হবে। । যেখানে সাধারণভাবে প্রতি টোল প্লাজায় 50 টাকা লাগলে 200টি ট্রিপে আপনাকে 10,000 টাকা দিতে হচ্ছে। অর্থাৎ বার্ষিক ফাস্ট্যাগ পাসের মাধ্যমে আপনার 7,000 টাকা বাঁচবে।
যদি ইতিমধ্যেই ফাস্ট্যাগ কিনে গাড়িতে লাগিয়ে থাকেন, তাহলে এটি আলাদা করে কেনার প্রয়োজন পড়বে না। আপনার বর্তমান ফাস্ট্যাগে অ্যাকাউন্টেই নতুন পাস কাটা যাবে। কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক শুধু কিছু মানদন্ড পূরণ করার কথা বলেছে। প্রথমেই আপনার গাড়ির উইন্ডশিল্ডে ফাস্ট্যাগের স্টিকার সঠিকভাবে লাগানো থাকতে হবে। দ্বিতীয়ত, এটি যেন একটি বৈধ গাড়ির রেজিস্ট্রেশন নম্বরের (VRN) সঙ্গে সংযুক্ত থাকে। আর সবশেষে, ফাস্ট্যাগ যেন কালো তালিকাভুক্ত না হয়।
আপনি রাজমার্গযাত্রা (Rajmagyatra) মোবাইল অ্যাপের মাধ্যমে FASTag বার্ষিক পাস কিনতে পারবেন, যা এখন অ্যান্ড্রয়েড এবং iOS উভয় প্ল্যাটফর্মেই উপলব্ধ। তাছাড়া, আপনি ভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষের (NHAI) অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও পাস কিনতে পারেন।
1. আপনার মোবাইল ডিভাইসে রাজমার্ক যাত্রা অ্যাপটি ইনস্টল করুন অথবা NHAI ওয়েবসাইটে যান
2.আপনার মোবাইল নম্বর দিয়ে লগ ইন করুন, আপনার গাড়ি এবং FASTag এর বিবরণ লিখুন
3.বাধ্যতামূলক মানদন্ডগুলি পর্যালোচনা করে আপনার যোগ্যতা নিশ্চিত করুন
4. প্রদত্ত পেমেন্ট গেটওয়ের যে কোনো একটির মাধ্যমে 3,000 টাকা ফি প্রদান করুন
5. পেমেন্ট সম্পন্ন হলে, বার্ষিক পাসটি স্বয়ংক্রিয়ভাবে আপনার বিদ্যমান FASTag-এর সাথে সংযুক্ত হয়ে যাবে।
আপনার গাড়ির জন্য এটি সক্রিয় হয়ে গেলে SMS এর মাধ্যমেও কনফার্মেশন পাবেন। শুধু মনে রাখবেন যে, FASTag বার্ষিক পাসটি হস্তান্তরযোগ্য নয় এবং শুধুমাত্র সেই গাড়ির জন্য বৈধ যার সাথে এটি সংযুক্ত এবং নিবন্ধিত। অন্য গাড়িতে ব্যবহার করা হলে পাসটি নিষ্ক্রিয় করা হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন