Amazon Great Indian Festival সেলে SBI ডেবিট বা ক্রেডিট কার্ডে কেনাকাটা করলে 10 শতাংশ পর্যন্ত ছাড় মিলতে পারে।
Photo Credit: Realme
Amazon Great Indian Festival সেল সেপ্টেম্বর 23 থেকে শুরু হবে
Amazon Great Indian Festival Sale 2025 আগামী সপ্তাহে শুরু হবে, কিন্তু তার আগেই ই-কমার্স প্ল্যাটফর্মে একাধিক পণ্যের দাম কমে গিয়েছে। ফলে সেপ্টেম্বর 23 সেলের জন্য অপেক্ষা না করে এখন থেকেই আর্লি ডিলে কেনাকাটা শুরু করতে পারে আমজনতা। পুজোর আগে সবারই একটা ভাল স্মার্টফোন কেনার শখ থাকে। তাই Poco, Xiaomi, Realme এবং OnePlus-এর মতো ব্র্যান্ডগুলি ডিসকাউন্টে জনপ্রিয় স্মার্টফোন বিক্রি করছে। ক্রেতারা নির্বাচিত ব্যাংকের কার্ড ব্যবহার করে অতিরিক্ত ছাড়ও পেতে পারেন। চলুন দেখে নেওয়া যাক, Amazon সেলে কোন ফোনের দাম কতটা কমল।
অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল সেপ্টেম্বর 23 থেকে শুরু হলেও, অ্যামাজন প্রাইম সদস্যরা একদিন আগই অ্যাক্সেস পাবেন। শপিং প্ল্যাটফর্মটি বেশ কয়েকটি স্মার্টফোন ইতিমধ্যেই ছাড় বিক্রি করছে। iQOO Z10 Lite 5G মডেলটি 13,999 টাকা থেকে কমে 8,999 টাকায় পাওয়া যাচ্ছে, যা আসল দামের থেকে 5,000 টাকা কম। একইভাবে, OnePlus Nord CE 4 বর্তমানে 18,499 টাকায় পাওয়া যাচ্ছে, যা আসল দাম 24,499 টাকা থেকে অনেক কম।
সরাসরি ডিসকাউন্টের পাশাপাশি, ব্যবহারকারীরা SBI ডেবিট এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন করলে 10 শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন। আবার ICICI Amazon Pay ক্রেডিট কার্ড-ভিত্তিক অফার এবং নো-কস্ট EMI অপশনও রয়েছে। ক্রেতারা কুপন ছাড় ব্যবহার করতে পারেন। এছাড়াও, আগ্রহী ক্রেতারা আর্লি ডিল পর্বে আরও কম দামে জিনিস পেতে পুরানো ডিভাইসগুলি এক্সচেঞ্জ করতে পারবেন।
| মডেল | আসল দাম | ছাড়ের পর দাম | কেনার লিঙ্ক |
|---|---|---|---|
| iQOO Z10 Lite 5G | 13,999 টাকা | 8,999 টাকা | এখানে কিনুন |
| OnePlus Nord CE 4 | 24,999 টাকা | 18,499 টাকা | এখানে কিনুন |
| Poco M6 Plus 5G | 14,499 টাকা | 10,299 টাকা | এখানে কিনুন |
| Redmi 15 5G | 19,999 টাকা | 14,999 টাকা | এখানে কিনুন |
| Redmi 14C 5G | 12,999 টাকা | 8,999 টাকা | এখানে কিনুন |
| Redmi Note 14 Pro+ 5G | 34,999 টাকা | 24,999 টাকা | এখানে কিনুন |
| Realme Narzo 80x | 15,999 টাকা | 11,499 টাকা | এখানে কিনুন |
| Realme Narzo 80 Pro | 23,999 টাকা | 16,499 টাকা | এখানে কিনুন |
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Glaciers Speed Up in Summer and Slow in Winter, New Global Map Reveals
Be Dune Teen OTT Release: When, Where to Watch the Marathi Comedy Drama Series
Four More Shots Please Season 4 OTT Release: Where to Watch the Final Chapter of the Web Series