স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেবিট এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেনে স্পিকারে 10 শতাংশ তাৎক্ষণিক ছাড় মিলবে।
Photo Credit: Amazon
Amazon Great Indian Festival সেল সেপ্টেম্বর 25 থেকে শুরু হয়েছে
Amazon Great Indian Festival Sale 2025 এই সপ্তাহের শুরুতেই সকল ক্রেতাদের জন্য শুরু হয়েছে। প্রতি বছর উৎসবের মরসুমের সময় এই সেল অনুষ্ঠিত হয়। ফলে অনেকেই এই শপিং ইভেন্টের জন্য অপেক্ষা করে বসে থাকে। আপনি যদি দৈনন্দিন ব্যবহার অথবা ঘুরতে নিয়ে যাওয়ার জন্য একটি কমপ্যাক্ট ওয়্যারলেস স্পিকার কিনতে চান, তাহলে Amazon-এর সেলে দারুণ অফার পাবেন। Sony, Boat, Soundcore, Zebronics, এবং Portronics এর মতো জনপ্রিয় ব্র্যান্ডগুলি তাদের বেস্ট সেলিং মডেলগুলিতে আকর্ষণীয় ডিসকাউন্ট দিচ্ছে। সরাসরি ছাড় ছাড়াও, গ্রাহকরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) ডেবিট এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেনে 10 শতাংশ তাৎক্ষণিক ছাড় পেতে পারেন।
ক্রেতারা অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল 500 টাকার নীচ থেকে শুরু করে 5,000 টাকা পর্যন্ত দামের স্পিকারে ছাড় পাবেন। আবার বেশ কিছু পণ্য নো কস্ট ইএমআই (EMI) এবং ফাস্ট ডেলিভারি অপশনের সাথে লিস্টেড হয়েছে। যাতে সময় এবং বাজেট দু'টোই কেনাকাটার পথে বাধা না হয়ে দাঁড়ায়। ক্রেতারা খরচ আরও কমাতে কুপন এবং এক্সচেঞ্জ ডিলও পেতে পারেন। অ্যামাজন পে আইসিআইসিআই কার্ড ব্যবহারকারীরা তাদের অর্ডারে পাঁচ শতাংশ পর্যন্ত অতিরিক্ত ছাড় উপভোগ করতে পারবেন।
1,499 টাকায় লিস্টেড থাকা Ptron Fusion Hook V2 ব্লুটুথ স্পিকার পাওয়া যাচ্ছে 429 টাকায়। 12,999 টাকা দামের Soundcore স্পিকার মিলছে 4,999 টাকায়। চলুন দেখে নিই, আর কোন কোন স্পিকারে কেমন ডিল ও অফার পাওয়া যাচ্ছে।
মডেল | দাম | ছাড়ের পর দাম | কেনার লিঙ্ক |
---|---|---|---|
JBL Go 3 Eco | 4,499 টাকা | 2,298 টাকা | এখানে কিনুন |
Soundcore by Anker Glow | 12,999 টাকা | 4,999 টাকা | এখানে কিনুন |
Boat Stone Arc Pro Plus | 10,990 টাকা | 3,299 টাকা | এখানে কিনুন |
Amazon Echo Pop | 4,999 টাকা | 2,949 টাকা | এখানে কিনুন |
Zebronics Zeb-Vita | 1,999 টাকা | 699 টাকা | এখানে কিনুন |
Sony SRS-XB100 | 5,990 টাকা | 3,490 টাকা | এখানে কিনুন |
PTron Fusion Hook V2 | 1,499 টাকা | 429 টাকা | এখানে কিনুন |
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন