Google AI Plus এখন ভারতে সবচেয়ে কম দামের Gemini AI সাবস্ক্রিপশন প্ল্যান।
Photo Credit: Google
Google AI Plus is now the most affordable Gemini AI plan in India
সাম্প্রতিক কালে ভারতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। পড়াশোনা হোক অথবা অফিসের কাজ, কিংবা গবেষণা বলুন বা কনটেন্ট তৈরি, দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রেই AI যেন মানুষের ব্যক্তিগত সহযোগী হয়ে উঠেছে। একবার প্রম্পট বা নির্দেশ দিলেই সে একজন মেন্টরের মতো কোডিং, অঙ্ক, জটিল বিষয় বোঝানো, ও সৃজনশীল লেখায় সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিচ্ছে। Google-এর লেটেস্ট কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল হল Gemini 3, যা অল্প সময়ের মধ্যেই পেশাদারদের কাছে একটি অপরিহার্য টুল হয়ে উঠেছে। এটি বিনামূল্যে ব্যবহার করা যায় ঠিকই, কিন্তু ফ্রি প্ল্যানে অনেক সীমাবদ্ধতা রয়েছে। তাই মার্কিন টেক জায়ান্টটি ব্যবহারকারীদের জন্য কম খরচে ভারতে নতুন প্ল্যান লঞ্চ করেছে। এই নয়া প্ল্যানের নাম হল Google AI Plus। এটি বর্তমান AI Pro ও AI Ultra সাবস্ক্রিপশনের থেকে কম খরচে, কিন্তু ফ্রি প্ল্যানের তুলনায় বেশি সুবিধা প্রদান করবে। এটাই এখন ভারতে সবচেয়ে সস্তা Gemini AI সাবস্ক্রিপশন প্ল্যান। চলুন Google AI Plus প্ল্যানের দাম এবং ফিচার্স জেনে নেওয়া যাক।
গুগল এআই প্ল্যান প্ল্যানের দাম 399 টাকা রাখা হয়েছে। প্রতি মাসে এই টাকা গ্রাহকদের থেকে চার্জ করবে গুগল। তবে যেহেতু প্ল্যানটি ভারতে প্রথমবার লঞ্চ হয়েছে, সেই উপলক্ষ্যে মাসিক 199 টাকায় ব্যবহার করার সুযোগ মিলবে। প্রথম ছয় মাসের জন্য এই অফার প্রযোজ্য। তারপর মাসে মাসে 399 টাকা পেমেন্ট করতে হবে।
গুগল এআই প্লাস মডেলের চালিকাশক্তি হল জেমিনাই 3 প্রো। এটি গুগলের সবচেয়ে উন্নত ও ক্ষমতাশালী এআই মডেল। এই মডেলের মাধ্যমে আপনি জেমিনাই অ্যাপ থেকে যে কোনও বিষয়ের উপর গভীর গবেষণা, বিশ্লেষণ, কনটেন্ট তৈরি, এবং কোডি করার ক্ষেত্রে সহায়তা পাবেন।
এই প্ল্যানে Nano Banana Pro ইমেজ জেনারেশন ও এডিটিং টুল মিলছে, যা গুগল সার্চ থেকে রিয়েল-টাইম ডেটা টেনে এনে তথ্য-নির্ভর ছবি তৈরি করতে পারে। ফটোশপে যে কাজ করতে কয়েক ঘন্টা লাগে, সেটাই নতুন মডেলটি কয়েক সেকেন্ডে তৈরি করে দেবে। এর জন্য কোনও এডিটিং দক্ষতার প্রয়োজন নেই, ভাঙা ইংলিশে প্রম্পট বা নির্দেশ লিখলেও এআই বুঝতে পারবে।
ন্যানো ব্যানানা প্রো ছবি এডিটিং করার সময় আরও বেশি নিয়ন্ত্রণ দেয়। ক্যামেরারা অ্যাঙ্গেল চেঞ্জ, ব্যাকগ্রাউন্ডে দিন বা রাত নির্বাচন, আলো-আধারির পরিবেশ, চারিদিক ব্লার, বা নির্দিষ্ট কোনও বস্তুর উপর ফোকাস করে এডিট করার প্রম্পট দিতে পারবেন। এমনকি ছবির শুধুমাত্র একটি অংশ এডিট করে বাকিটা অপরিবর্তিত রাখা যায়। এটি একসঙ্গে চৌদ্দটি ভিন্ন ছবি মিশিয়ে একটি ছবি বানাতে পারে। এবং তাতে থাকা পাঁচজন ব্যক্তির মুখ অবিকল আসল ছবির মতো এক থাকবে।
এআই প্লাস প্ল্যানে জিমেইল, ড্রাইভ, এবং গুগল ফটোসে 200 জিবি স্টোরেজ দেওয়া হচ্ছে। আবার আপনি এই স্টোরেজ পাঁচজনের মধ্যে ভাগ করে দিতে পারবেন। নতুন প্ল্যানে উক্ত অ্যাপগুলোর মধ্যে জেমিনাই ইন্টিগ্রেট করা আছে। ফলে ইউজাররা অ্যাপের ভিতরেই ইমেল লেখা, ডকুমেন্ট রিরাইট, তথ্যের সারাংশ বানানো সহ বিভিন্ন কাজ করতে পারবে।
Google AI Plus প্ল্যানে মাল্টিমিডিয়া ক্রিয়েট করার সুবিধাও যুক্ত হয়েছে। ব্যবহারকারীরা প্রতি মাসে 200টি AI ক্রেডিট পাবে, যা ব্যবহার করে Flow ও Whisk-এর মতো টুলের মাধ্যমে ভিডিও বানানো যাবে। জানিয়ে রাখি, Flow হল গুগলের এআই-চালিত ফিল্মমেকিং টুল যা Veo 3.1 ভিডিও মডেল ব্যবহার করে। অন্য দিকে, Whisk হল ফটো থেকে অ্যানিমেটেড ভিডিও তৈরির মডেল।
সবশেষে, এই প্ল্যানে NotebookLM-এর অ্যাক্সেস পাওয়া যাবে। এটি বড় ডকুমেন্ট অ্যানালাইজ এবং অডিও ওভারভিউ-সহ নোটবুক তৈরিতে সাহায্য করে। এটি সাংবাদিক ও অ্যানালিস্ট-সহ যারা বেশি তথ্য নিয়ে কাজ করেন, তাদের জন্য বিশেষভাবে উপযোগী।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Shambala Now Streaming Online: What You Need to Know About Aadi Saikumar Starrer Movie
Microsoft CEO Satya Nadella Says AI’s Real Test Is Whether It Reaches Beyond Big Tech: Report