বিতর্কিত পোস্ট ব্লক না করলে পাকিস্তানে Twitter নিষিদ্ধ করে দেওয়া হবে। সম্প্রতি পাকিস্তান টেলিকমিউনিকেশান অথোরিটির তরফ থেকে এমনটাই জানানো হয়েছে Twitter-কে। বৃহষ্পতিবার পাকিস্তানে এক রিপোর্টে এই কথা জানানো হয়েছে।
পাকিস্তানের ডনে এক রিপোর্টে জানানো হয়েছে পাকিস্তানে বিপদের সামনে রয়েছে Twitter। যে কোন সময় পাকিস্তানে নিষিদ্ধ করা হতে পারে এই মাইক্রো ব্লগিং ওয়েবসাইটকে। বিতর্কিত পোস্ট বন্ধ না করলে সেই দেশে নিষিদ্ধ হবে Twitter।
সম্প্রতি পাকিস্তান পাকিস্তান টেলিকমিউনিকেশান অথোরিটি জানিয়েছে Facebook, YouTube ও অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি বিতর্কিত পোস্ট বন্ধ করার বিরুদ্ধে পদক্ষেপ নিলেও এই বিষয়ে কর্ণপাত করছে না Twitter। মোট বিতর্কিত পোস্টের মাত্র 5 শতাংশ নিজেদের প্ল্যাটফর্ম থেকে সরিয়েছে এই মার্কিন কোম্পানিটি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট ঠেকানোর উদ্দেশ্যে মিলিত হয়েছিলেন সেই দেশে ত্তৈরী এক কমিটির সদস্যরা। সেই মিটিং-এ জানানো হয়েছে ইসলামাবাদ হাই কোর্ট Twitter-কে শেষবারের মতো সতর্ক করার নির্দেশ দিয়েছেন। এই সতর্কবানীতে সাড়া না দিলে পাকিস্তানে Twitter নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছে সেই দেশের আদালত।
প্রসঙ্গত Facebokk-এর মতো পাকিস্তানে অত জনপ্রিয় নয় Twitter। তাই সেই দেশে Twitter নিষিদ্ধ হলে কোম্পানির তেমন ক্ষতি হবে না বলেই মনে করা হচ্ছে। তবে নিঃসন্দেহে কিছুটা সাময়িক ক্ষতির স্বীকার হতে হবে Twitter-কে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন