ফলোয়ার বৃদ্ধির হাতছানি, Instagram এর নতুন ফিচার্স কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বড় জ্যাকপট

ইনস্টাগ্রামের নতুন 'ফ্রেন্ডস' ট্যাবে আপনি দেখতে পাবেন যে, বন্ধুরা কোন কোন রিলস দেখছে বা কমেন্ট করছে।

ফলোয়ার বৃদ্ধির হাতছানি, Instagram এর নতুন ফিচার্স কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বড় জ্যাকপট

Photo Credit: Instagram

Instagram ব্যবহারকারীরা রিলস ও পোস্ট রিশেয়ার করতে পারবে

হাইলাইট
  • Instagram তিনটি নতুন ফিচার্স এনেছে যার মধ্যে দুটি এখন ভারতে চালু হয়েছে
  • টুইটারের অনুকরণে ইনস্টাগ্রাম রিপোস্ট বৈশিষ্ট্য এনেছে
  • ইনস্টাগ্রাম স্ন্যাপচ্যাটের মতো ম্যাপ ফিচার অ্যাপে যুক্ত করেছে
বিজ্ঞাপন

Instagram এর যাত্রা একটি ফটো শেয়ারিং প্ল্যাটফর্ম হিসেবে শুরু হয়েছিল। কিন্তু। কিন্তু বর্তমানে অ্যাপটি পুরোদস্তুর সামাজিক যোগাযোগ মাধ্যম পরিণত হয়েছে। মালিক সংস্থা Meta নিত্যনতুন ফিচার্স এনে অ্যাপটিকে নতুন প্রজন্মের কাছে আরও আকষর্ণীয় করে তোলার চেষ্টায় রয়েছে। বুধবার তেমনই তিনটি নতুন বৈশিষ্ট্য ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে যুক্ত করার ঘোষণা করল মার্ক জুকেরবার্গের সংস্থা। সেই ফিচার তিনটি হল 'রিপোস্ট', লোকেশন শেয়ারিং ম্যাপ বা 'ইনস্টাগ্রাম ম্যাপ', ও রিলসে নতুন 'ফ্রেন্ডস' ট্যাব। মেটা গতকাল থেকেই বিশ্বজুড়ে নয়া ফিচারগুলির রোলআউট শুরু হয়েছে। ইনস্টাগ্রাম স্পষ্ট করেছে, নতুন ফিচার্সের মাধ্যমে কনটেন্ট আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়া ও ইউজারদের মধ্যে সম্পর্ক এবং সংযোগ সাধন করা তাদের লক্ষ্য।

Instagram Repost ফিচার আসলে কী

টুইটার (বর্তমান X)-এর রিটুইট ফিচার থেকে অনুপ্রাণিত হয়ে ইনস্টাগ্রামে রিপোস্ট ফিচার চালু করেছে মেটা। আপনি এখন পছন্দের রিলস বা ছবি পুনরায় শেয়ার করতে পারবেন। আপনার প্রোফাইলে একটি আলাদা ট্যাবে সমস্ত রিপোস্ট করা কনটেন্ট জমা থাকবে। এটি পাবলিক কনটেন্ট হওয়ার ফলে ফলোয়ার থেকে শুরু করে অন্যান্য ব্যবহারকারীদের ফিডে চলে আসতে পারে। রিপোস্ট করা কনটেন্টে ইচ্ছামতো লেখা যোগ করার সুবিধাও মিলবে।

ইনস্টাগ্রাম বলেছে, রিপোস্ট করা কনটেন্টটি অরিজিনাল পোস্টে নিয়ে যায়। অর্থাৎ কোনও রিলস বা পোস্ট প্রথমে কে বানিয়ে শেয়ার করেছে, তার নাম সবার কাছে দৃশ্যমান হবে। আপনাকে অনুসরণ করুক বা না করুক, আপনার কন্টেন্ট যদি অন্য কেউ পুনরায় পোস্ট করে, তাহলে সেটি সেই ব্যক্তির ফলোয়ারদের ফিডেও দেখা যেতে পারে। এতে প্রোফাইলের রিচ বাড়ার দারুণ সম্ভাবনা।

ইনস্টাগ্রামের রিপোস্ট ফিচারটি কনটেন্ট ক্রিয়েটর বিশেষ করে মাইক্রো ইনফ্লুয়েন্সারদের (10,000 থেকে 1 লক্ষ ফলোয়ার) জন্য লাভজনক হবে বলে মনে করছে বিশেষজ্ঞরা। একটি নামি ও অ্যাকাউন্ট থেকে রিপোস্ট করা কনটেন্ট সম্পূর্ণ নতুন দর্শকদের সাথে তাদের পরিচয় করিয়ে দিতে পারে। এর ফলে, অ্যাকাউন্টে অর্গানিক গ্রোথ (খরচ না করে প্রচার) বৃদ্ধির ভাল সম্ভাবনা রয়েছে। কোম্পানির প্রমোশন থেকে বাড়তে পারে উপার্জন।

Repost কীভাবে করবেন

  • 1. ইনস্টাগ্রামে একটি পোস্ট পুনরায় পোস্ট করতে এই পদক্ষেপগুলি অনুসরণ করুন।
  • 2. ইনস্টাগ্রাম অ্যাপটি খুলুন।
  • 3. যে কোনো পাবলিক রিল বা পোস্টে যা আপনি পুনরায় পোস্ট করতে চান, সেখানে 'রিপোস্ট' অপশনে ক্লিক করুন।
  • 4. রিপোস্ট আইকনে ক্লিক করার পর স্ক্রিনে প্রদর্শিত 'থট বাবল'-এ টাইপ করে ইচ্ছামতো লেখা যোগ করুন।
  • 5. আপনি যে যে পোস্ট রিশেয়ার করছেন, সেগুলি আপনার প্রোফাইলে রিপোস্ট বিভাগে দেখা যাবে।

Instagram Map ফিচারের সুবিধা কী কী

স্ন্যাপচ্যাটের স্ন্যাপ ম্যাপ থেকে টুকে ইনস্টাগ্রামের ম্যাপ ফিচার আনা হয়েছে বলে দাবি করছে অনেকেই। এর মাধ্যমে আপনি আপনার শেষ লোকেশন বা অবস্থান নির্বাচিত বন্ধুদের সাথে ভাগ করে নিতে সক্ষম হবেন। মেটা জানিয়েছে, "আপনার বন্ধুরা এবং প্রিয় কনটেন্ট নির্মাতারা আকর্ষণীয় বা মজাদার অবস্থান থেকে কী কী পোস্ট করছেন তা দেখতে আপনি ম্যাপ খুলতে পারেন।"

  • 1. আপনি ইনস্টাগ্রাম ম্যাপের মাধ্যমে কাছের বন্ধুদের নিজের সাম্প্রতিক অবস্থান সম্পর্কে জানাতে পারবেন।
  • 2. যতবার অ্যাপ খুলবেন ততবার লোকেশন নতুন করে আপডেট হবে।
  • 3. নির্দিষ্ট স্থানে ট্যাগ করা পোস্ট, স্টোরি এবং রিল দেখতে পারবেন।
  • 4, স্থানীয় বা লোকাল কন্টেন্ট যেমন কনসার্ট, ইভেন্ট এবং জনপ্রিয় জায়গা এক্সপ্লোর করতে পারবেন।

ইনস্টাগ্রাম ম্যাপ বৈশিষ্টের মাধ্যমে নিজের অবস্থান ভাগ করে নেওয়ার সুবিধাটি ডিফল্টভাবে বন্ধ থাকে। আপনি কাদের সাথে এটি শেয়ার করবেন সেটাও বেছে নিতে পারেন (বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু, অথবা শুধুমাত্র নির্বাচিত বন্ধু)। তবে অবস্থান শেয়ার করুন না কেন, আপনি ম্যাপে ট্যাগ করা রিল, পোস্ট, থেকে শুরু করে আপনি যাদের অনুসরণ করেন তাদের স্টোরি এবং নোট দেখতে পাবেন। এই সবকিছুই শেয়ার করার 24 ঘন্টা পর্যন্ত দৃশ্যমান হবে। ইনবক্সের উপর থেকে এই ম্যাপ অ্যাক্সেস করা যাবে বলে জানা গিয়েছে। এটি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে চালু হচ্ছে।

ইনস্টাগ্রামে নতুন Friends ট্যাব ফিচারে কী সুবিধা মিলবে

ইনস্টাগ্রামের ফ্রেন্ডস ট্যাব ফিচার নিয়ে বিতর্ক কম হয়নি৷ অনেক ব্যবহারকারীদের অভিযোগ ছিল, এর মাধ্যমে তাদের প্রাইভেসির উপর আঘাত আনা হচ্ছে। রিলস বিভাগে ইনস্টাগ্রামের নতুন 'ফ্রেন্ডস' ট্যাব ইউজারকে তাদের বন্ধুদের লাইক, কমেন্ট, অথবা রিপোস্ট করা যে কোনও পাবলিক কন্টেন্ট দেখাবে। তবে আপনি চাইলে নিজের লাইক বা কমেন্ট আড়াল করতে পারবেন, যাতে তা অন্যদের ফ্রেন্ডস ট্যাবে না আসে। ইনস্টাগ্রাম চলতি বছরের শুরুতে এই বৈশিষ্ট্যটি পরীক্ষামূলকভাবে চালু করেছিল৷ আর এখন বিশ্বব্যাপী রোলআউট করবে। এটি ইতিমধ্যেই ভারতে চালু হয়েছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

ces_story_below_text

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

সম্পর্কিত খবর

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Vivo X200T অসাধারণ ফিচার্সের সাথে আসছে, লঞ্চের আগেই দাম এবং সমস্ত স্পেসিফিকেশন ফাঁস
  2. Tecno Spark Go 3 ভারতে মাত্র 8,999 টাকায় হাজির, সিম ছাড়াই কথা বলা যাবে ফোনে!
  3. 369 টাকায় 84 দিনের ভ্যালিডিটি, 42GB ডেটা ও আনলিমিটেড কলিং, সস্তার প্ল্যানে Jio এর বাজিমাত
  4. 16GB র‍্যাম ও 50MP কোয়াড ক্যামেরার সাথে Motorola Signature এর ভারতীয় লঞ্চ তারিখ ঘোষণা হল
  5. iQOO Z11 Turbo: কম দামে 200MP ক্যামেরা ও 7600mAh ব্যাটারির দুর্দান্ত ফোন লঞ্চ করল iQOO
  6. Oppo A6c খুব সস্তায় বাহুবলী ব্যাটারির সাথে লঞ্চ হল, ফোন থেকে চার্জ হবে অন্য ফোনও
  7. YouTube Shorts: বাচ্চাদের ইউটিউব আসক্তি কমাতে পদক্ষেপ, ভিডিও দেখার সময় বেঁধে দিতে পারবে বাবা-মা
  8. দাঁত বলে দেবে আপনি কতদিন বাঁচবেন! জাপানের গবেষণায় চমকে দেওয়ার মতো দাবি
  9. iPhone 15: একলাফে 14,500 টাকা দাম কমল iPhone 15-এর, এমন বিপুল ছাড় কোথায়
  10. এক বছর রিচার্জ ভুলে যান, Airtel এর এই প্ল্যানে 365 দিন যত খুশি কলিং, দিনে 2GB ডেটা, ও ফ্রি OTT
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »