ইনস্টাগ্রামের নতুন 'ফ্রেন্ডস' ট্যাবে আপনি দেখতে পাবেন যে, বন্ধুরা কোন কোন রিলস দেখছে বা কমেন্ট করছে।
Photo Credit: Instagram
Instagram ব্যবহারকারীরা রিলস ও পোস্ট রিশেয়ার করতে পারবে
Instagram এর যাত্রা একটি ফটো শেয়ারিং প্ল্যাটফর্ম হিসেবে শুরু হয়েছিল। কিন্তু। কিন্তু বর্তমানে অ্যাপটি পুরোদস্তুর সামাজিক যোগাযোগ মাধ্যম পরিণত হয়েছে। মালিক সংস্থা Meta নিত্যনতুন ফিচার্স এনে অ্যাপটিকে নতুন প্রজন্মের কাছে আরও আকষর্ণীয় করে তোলার চেষ্টায় রয়েছে। বুধবার তেমনই তিনটি নতুন বৈশিষ্ট্য ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে যুক্ত করার ঘোষণা করল মার্ক জুকেরবার্গের সংস্থা। সেই ফিচার তিনটি হল 'রিপোস্ট', লোকেশন শেয়ারিং ম্যাপ বা 'ইনস্টাগ্রাম ম্যাপ', ও রিলসে নতুন 'ফ্রেন্ডস' ট্যাব। মেটা গতকাল থেকেই বিশ্বজুড়ে নয়া ফিচারগুলির রোলআউট শুরু হয়েছে। ইনস্টাগ্রাম স্পষ্ট করেছে, নতুন ফিচার্সের মাধ্যমে কনটেন্ট আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়া ও ইউজারদের মধ্যে সম্পর্ক এবং সংযোগ সাধন করা তাদের লক্ষ্য।
টুইটার (বর্তমান X)-এর রিটুইট ফিচার থেকে অনুপ্রাণিত হয়ে ইনস্টাগ্রামে রিপোস্ট ফিচার চালু করেছে মেটা। আপনি এখন পছন্দের রিলস বা ছবি পুনরায় শেয়ার করতে পারবেন। আপনার প্রোফাইলে একটি আলাদা ট্যাবে সমস্ত রিপোস্ট করা কনটেন্ট জমা থাকবে। এটি পাবলিক কনটেন্ট হওয়ার ফলে ফলোয়ার থেকে শুরু করে অন্যান্য ব্যবহারকারীদের ফিডে চলে আসতে পারে। রিপোস্ট করা কনটেন্টে ইচ্ছামতো লেখা যোগ করার সুবিধাও মিলবে।
ইনস্টাগ্রাম বলেছে, রিপোস্ট করা কনটেন্টটি অরিজিনাল পোস্টে নিয়ে যায়। অর্থাৎ কোনও রিলস বা পোস্ট প্রথমে কে বানিয়ে শেয়ার করেছে, তার নাম সবার কাছে দৃশ্যমান হবে। আপনাকে অনুসরণ করুক বা না করুক, আপনার কন্টেন্ট যদি অন্য কেউ পুনরায় পোস্ট করে, তাহলে সেটি সেই ব্যক্তির ফলোয়ারদের ফিডেও দেখা যেতে পারে। এতে প্রোফাইলের রিচ বাড়ার দারুণ সম্ভাবনা।
ইনস্টাগ্রামের রিপোস্ট ফিচারটি কনটেন্ট ক্রিয়েটর বিশেষ করে মাইক্রো ইনফ্লুয়েন্সারদের (10,000 থেকে 1 লক্ষ ফলোয়ার) জন্য লাভজনক হবে বলে মনে করছে বিশেষজ্ঞরা। একটি নামি ও অ্যাকাউন্ট থেকে রিপোস্ট করা কনটেন্ট সম্পূর্ণ নতুন দর্শকদের সাথে তাদের পরিচয় করিয়ে দিতে পারে। এর ফলে, অ্যাকাউন্টে অর্গানিক গ্রোথ (খরচ না করে প্রচার) বৃদ্ধির ভাল সম্ভাবনা রয়েছে। কোম্পানির প্রমোশন থেকে বাড়তে পারে উপার্জন।
স্ন্যাপচ্যাটের স্ন্যাপ ম্যাপ থেকে টুকে ইনস্টাগ্রামের ম্যাপ ফিচার আনা হয়েছে বলে দাবি করছে অনেকেই। এর মাধ্যমে আপনি আপনার শেষ লোকেশন বা অবস্থান নির্বাচিত বন্ধুদের সাথে ভাগ করে নিতে সক্ষম হবেন। মেটা জানিয়েছে, "আপনার বন্ধুরা এবং প্রিয় কনটেন্ট নির্মাতারা আকর্ষণীয় বা মজাদার অবস্থান থেকে কী কী পোস্ট করছেন তা দেখতে আপনি ম্যাপ খুলতে পারেন।"
ইনস্টাগ্রাম ম্যাপ বৈশিষ্টের মাধ্যমে নিজের অবস্থান ভাগ করে নেওয়ার সুবিধাটি ডিফল্টভাবে বন্ধ থাকে। আপনি কাদের সাথে এটি শেয়ার করবেন সেটাও বেছে নিতে পারেন (বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু, অথবা শুধুমাত্র নির্বাচিত বন্ধু)। তবে অবস্থান শেয়ার করুন না কেন, আপনি ম্যাপে ট্যাগ করা রিল, পোস্ট, থেকে শুরু করে আপনি যাদের অনুসরণ করেন তাদের স্টোরি এবং নোট দেখতে পাবেন। এই সবকিছুই শেয়ার করার 24 ঘন্টা পর্যন্ত দৃশ্যমান হবে। ইনবক্সের উপর থেকে এই ম্যাপ অ্যাক্সেস করা যাবে বলে জানা গিয়েছে। এটি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে চালু হচ্ছে।
ইনস্টাগ্রামের ফ্রেন্ডস ট্যাব ফিচার নিয়ে বিতর্ক কম হয়নি৷ অনেক ব্যবহারকারীদের অভিযোগ ছিল, এর মাধ্যমে তাদের প্রাইভেসির উপর আঘাত আনা হচ্ছে। রিলস বিভাগে ইনস্টাগ্রামের নতুন 'ফ্রেন্ডস' ট্যাব ইউজারকে তাদের বন্ধুদের লাইক, কমেন্ট, অথবা রিপোস্ট করা যে কোনও পাবলিক কন্টেন্ট দেখাবে। তবে আপনি চাইলে নিজের লাইক বা কমেন্ট আড়াল করতে পারবেন, যাতে তা অন্যদের ফ্রেন্ডস ট্যাবে না আসে। ইনস্টাগ্রাম চলতি বছরের শুরুতে এই বৈশিষ্ট্যটি পরীক্ষামূলকভাবে চালু করেছিল৷ আর এখন বিশ্বব্যাপী রোলআউট করবে। এটি ইতিমধ্যেই ভারতে চালু হয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন