নতুন ফিচারে সাম্প্রতিক টুইট সবার উপরে দেখা যাবে। ডিসেম্বর মাসে iOS এ এই ফিচার নিয়ে এসেছিল Twitter। এবার Android ফোনেও একই ফিচার পাঠালো কোম্পানি।
Twitter অ্যাপে নতুন রিভার্স-ক্রনোলজিকাল টাইমলাইন ফিচার যোগ হল। এবার Android অ্যাপে এই ফিচার যোগ হয়েছে। এতদিন শুধুমাত্র iOS এ এই ফিচার ব্যবহার করা যেত।
আরও পড়ুন: চাপের মুখে Jio! দিনে 3GB -র বেশি ডেটা দিচ্ছে BSNL
নতুন ফিচারে Android ফোনে Twitter অ্যাপে সেরা টুইট ও সময় অনুযায়ী পরপর টুইট দেখতে পাবেন গ্রাহক। বুধবার Android এর নতুন এই ফিচার ঘোষণা করেছে মাইক্রো ব্লগিং ওয়েবসাইটটি।
আরও পড়ুন: নিখুঁত ফিটনেস ট্যাকিং এ অদ্বিতীয় নতুন স্মার্ট স্নিকার
সম্প্রতি অ্যালগোরিদম অনুযায়ী টাইমলাইন দেখাত Twitter। এর ফলে কোন নিয়ম ছাড়াই টুইট দেখা যেত। সাম্প্রতিক টুইট আগে দেখার কোন অপশান ছিল না Twitter অ্যাপে।
আরও পড়ুন: মধ্যবিত্তের নাগালে আনতে সস্তা হচ্ছে iPhone
টুইটারে আপডেটের থাকতে কাজে লাগবে নতুন এই ফিচার। নতুন ফিচারে সাম্প্রতিক টুইট সবার উপরে দেখা যাবে। ডিসেম্বর মাসে iOS এ এই ফিচার নিয়ে এসেছিল Twitter। এবার Android ফোনেও একই ফিচার পাঠালো কোম্পানি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Qualcomm Acquires Augentix to Expand Smart Camera Portfolio and Insight Platform
Truecaller Introduces New Feature to Protect the Entire Family from Call-Based Scams