399 টাকা প্ল্যানে মোট 237.54GB ডেটা ব্যবহার করা যাবে। অতিরিক্ত ডেটার সাথেই 399 টাকা BSNL প্রিপেড প্ল্যানে থাকছে আনলিমিটেড কলার দিনে 100 টি SMS এর সুবিধা।
399 টাকা প্ল্যানে BSNL দিনে 3.21GB ডেটা দেবে
নতুন প্ল্যানে গ্রাহককে দিনে 3.21GB ডেটা দিচ্ছে ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL)। 399 টাকা রিচার্জে BSNL গ্রাহকরা এই সুবিধা দেবে রাষ্ট্রায়াত্ব কোম্পানিটি। এই প্ল্যানে 74 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। প্রসঙ্গত 349 টাকা প্ল্যানে দিনে 1.5GB ডেটা দেয় Jio। 349 টাকা Jio প্ল্যানের ভ্যালিডিটি 70 দিন।
আরও পড়ুন: কমেছে স্পিড, তাও এক নম্বরে Jio
399 টাকা প্ল্যানে BSNL দিনে 3.21GB ডেটা দেবে। আগে এই প্ল্যানে দিনে 1GB ডেটা পাওয়া যেত। এবার প্রতিদিন অতিরিক্ত 2.21GB ডেটা ব্যবহার করতে পারবেন BSNL গ্রাহকরা। এই প্ল্যানের ভ্যালিটি 74 দিন। অর্থাৎ 399 টাকা প্ল্যানে মোট 237.54GB ডেটা ব্যবহার করা যাবে।
আরও পড়ুন: ঘাড়ে Jio, জলের দরে এক বছর ভ্যালিডিটি দিচ্ছে BSNL
দিনের 3.21GB ডেটা শেষ হয়ে গেলে স্পিড কমে 80Kbps হয়ে যাবে। অতিরিক্ত ডেটার সাথেই 399 টাকা BSNL প্রিপেড প্ল্যানে থাকছে আনলিমিটেড কলার দিনে 100 টি SMS এর সুবিধা। দিল্লি ও মুম্বাই সার্কেলের নম্বরে কল করতেও অতিরিক্ত খরচ হবে না।
আরও পড়ুন: Jio বধে নতুন এই ফন্দি এঁটেছে Airtel
2018 সালের অগাস্ট মাসে 399 টাকা প্ল্যান নিয়ে এসেছিল BSNL। তবে অতিরিক্ত ডেটার এই অফারের সুবিধা পেতে 31 জানুরারির আগে রিচার্জ করাতে হবে।
আরও পড়ুন: Jio –র থেকেও কম দামে এক বছর ভ্যালিডিটি নিয়ে এল Vodafone
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
The Game Awards' Mystery Statue Reportedly Relates to New Divinity Game From Larian Studios