1,312 টাকায় BSNL প্রিপেড গ্রাহকরা 365 দিন ভ্যালিডিটি পাবেন। সাথে থাকবে 5GB ডাটা, আনলিমিটেড কলিং আর 1000 টি SMS।
1,312 টাকায় BSNL প্রিপেড গ্রাহকরা 365 দিন ভ্যালিডিটি পাবেন
1,312 টাকায় লম্বা ভ্যালিডিটির নতুন প্ল্যান নিয়ে এল ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL)। 1,312 টাকায় BSNL প্রিপেড গ্রাহকরা 365 দিন ভ্যালিডিটি পাবেন। সাথে থাকবে 5GB ডাটা, আনলিমিটেড কলিং আর 1000 টি SMS। আপাতত শুধুমাত্র অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা সার্কেলের গ্রাহকরা এই প্ল্যানের সুবিধা পাবেন। ইতিমধ্যেই 1,699 টাকা ও 2,099 টাকা প্ল্যানে BSNL গ্রাহকরা 365 দিন ভ্যালিডিটি পান।
আরও পড়ুন: এটাই বিশ্বের প্রথম ফোল্ডেবেল স্মার্টফোন, দেখুন ভিডিও
6 এপ্রিল পর্যন্ত তেলেঙ্গানায় 1,312 টাকার অফার চলবে। BSNL এর অফিশিয়াল ওয়েবসাইটে এই খবর জানানো হয়েছে। তবে অন্ধ্রপ্রদেশে কবে পর্যন্ত এই অফার চলবে তা জানা যায়নি।
আরও পড়ুন: নতুন ফিচারে Android ফোনে আরও সুরক্ষিত থাকবে WhatsApp চ্যাট
গত বছর 1,699 টাকা আর 2,099 টাকার প্ল্যান লঞ্চ করেছিল BSNL। দুটি প্ল্যানেই 365 দিন ভ্যালিডিটি পাওয়া যায়। 1,699 টাকায় দিনে 2GB আর 2,099 টাকায় দিনে 4GB ডাটা ব্যবহার করা যায়। সাথে রয়েছে আনলিমিটেড কলিং। 31 জানুয়ারি পর্যন্ত এই দুটি প্ল্যান ভ্যালিড থাকবে।
আরও পড়ুন: সস্তা হল Redmi 6, কত দামে পাওয়া যাচ্ছে এই স্মার্টফোন?
প্রসঙ্গত 1,699 টাকা প্ল্যানে 365 দিন ভ্যালিডিটি দেয় Jio। তবে এই প্ল্যানে Jio গ্রাহক দিনে 1.5GB ডাটা ব্যবহার করতে পারেন। সাথে রয়েছে আনলিমিটেড কল আর দিনে 100 টি SMS ব্যবহারের সুবিধা।
আরও পড়ুন: এই ওয়েবসাইটগুলি ব্লক করে দিয়েছে Jio
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Google Meet Finally Adds Support for Full Emoji Library to Enhance In-Call Reactions
iPhone 20 Series Tipped to Launch With an Under Display Selfie Camera in 2027